১৯৮৪ সালে মাত্র ১৮ বছর বয়সে 'মিস ইন্ডিয়া' খেতাব জিতে নিয়েছিলেন জুহি চাওলা। এরপরেই বলিপাড়ায় পা রাখেন তিনি। ডেবিউ ছবিতে দর্শকদের মনে সেবাব্র দাগ কেটে না পারলেও কেরিয়ারের দ্বিতীয় ছবি 'কেয়ামত সে কেয়ামত তক' মুক্তি পাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি জুহিকে। গত শনিবার ৫৪-য়ে পা রাখলেন তিনি। সম্প্রতি, জুহির 'মিস ইন্ডিয়া' খেতাব জেতার ওই মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে ဣনেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে অষ্টাদশী জুহির মাথায় 'মিস ইন্ডিয়া'-র তাজ সযত্নে পরিয়ে দিচ্ছেন জনপ্রিয় বলি-অভিনেত্রী রেখা। শুধু তাই ন♊য়, ইনস্টাগ্রামের ওই ফ্যান অ্যাকাউন্টের স্টোরিতে 'মিস ইন্ডিয়া'-র মঞ্চে জুহির আরও বেশ কিছু মুহূর্তের ছবিও আপলোড করা হয়েছে।
সেই পুরোনো ছবি প্রকাশ্যে আসামাত্রই বলি-অভিনেত্রীর ফ্যানদের শুভেচ্ছায় ভরে গেছে ওই পোস্টার কমেন্ট বক্স। কেউ লিখেছেন 'দারুণ ছবি' আবার কেউ বা নিজের ভালোবাসা জাহির করেছেন এই বলি-অভিনেত্রীর উদ্দেশে। কমেন্ট বক্সে কেউ কেউ আবার জুহি অভিনীত নিজের প্রিয় ছবিগুলির নামও সোচ্চারে জাহির করেছেন। সেই তালিকায় রয়েছে 'সাজন কা ঘর', 'আয়না', 'হাম হ্যায় রহি প্যায়ার কে', 'ফিরে ভি দিল যায় হিন্দুস্তꦍানী' ছবির মতো একগুচ্ছ নাম।
প্রসঙ্গত, 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায়ও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন জুহি। সেখানে অবশ্য 'জাতীয় পোশাক' বিভাগে বিজয়ী হিসেবে উঠে এসেছিল তাঁর নাম। ওই প্রতিযোগিতায় লেহেঙ্গা পরে র্যাম্পে হাজির হয়ে বিচারক এবং দর্শকদের উদ্দেশে মিষ্টি হেসে জুহির 'নমস্তে' বলে ওঠা ভিডিয়ো ফ🧔ের একবার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়র আনাচে কানাচে।
এরপর ১৯৮৬ সালে বলিউড𓃲ে 'সালতানাত' ছবির মাধ্যমে পা রাখেন জুহি। তবে সে ছবি চলেনি। পরের ছবি ছিল আমিরের বিপরীতে 'কেয়ামত সে কেয়ামত তক'। সে ছবি মুক্তি পেতেই একেবারে লাইমলাইটে হাজির হয়ে যান তিনি। আশির ও নব্বয়ের দশকে টিনসেল টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। তবে 'রাজা হিন্দুস্তানি', 'দিল তো পাগল হ্যায়' এর মতো একাধিক সুপারহিট ছবির প্রস্তাবও ফিরিয়েছিলেন জুহি। পরে অবশ্য সেই সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি।