প্রবল শোকে মেয়ে ইরার আশ্রয় বাবা আমির। সদ্য দাদু-হারা শোকারত্ব ইরাকে তাღঁর দাদুর শেষকৃত্যে বুকে জড়িয়ে শান্তনা দিলেন আমির। আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের বাবার মৃত্যুর পর বুধবার সকালে প্রথম স্ত্রীয়ের বাড়িতে যান আমির খান। বৃহস্পতিবার প্রাক্তন শ্বশুরের শেষকৃত্যেও গোটা পরিবারের সঙ্গে দেখা যায় অভিনেতাকে।
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে শুধু আমির নন, তাঁর এবং রিনার সন্তান অভিনেতা জুনেইদ খান এবং উদ্যোক্তা ইরা খানকেও তাঁদের দাদুর শেষকৃত্যে দেখা গিয়েছে। ইরার সঙ্গে ছিলেন তাঁর স্বামী তথা ফিটনেস কোচ নূপুর শিখারে। আমিরের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ রাওকেও পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল। জুনায়েদের সঙ্গে তাঁকে কথা বলতেও দেখা গিয়েছে।  🧔;অন্যদিকে, আমিরকে ইরা ও নূপুরকে জড়িয়ে ধরতে দেখা যায়।
আরও পড়ুন: পরিচালকের সঙ্গে সমস্যার কারণেই তুম্বাদ থেকে সরে যান? কী নিয়ে🐬 অশান্তি? গুজব নিয়ে মুখ খুললেন সোহম
আমির, রিনা ও কিরণ এর সম্পর্ক
১৯৮৬ সালে রিনাকে বিয়ে করেন আমির। তাঁদের দুই সন্তান রয়েছে। একজন হলেন জুনায়েদ খান, অন্যজন হলেন ইরা খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় । তারপর, আমির কিরণের সঙ্গে ডেটিং করতে শুরু করেন। ২০০১ সালে আমিরের প্রযোজনায় মুক্তি প্রাপ্ত মৌলিক ছবি ‘লগন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। কিরণ আমির খান প্রোডাকশনের বোর্ডের সদস্য ছিলেন। ২০১০ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ধোবি ঘা👍ট’ মুক্তি পেয়েছিল, এই ছবিটিও প্রযোজনা করেছিল আমির ♈খান। ২০০৫ সালে আমির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিরণ রাও। তারপর ২০১১ সালে সারোগেসির মাধ্যমে ছেলে আজাদের বাবা-মা হন আমির ও কিরণ।
আরও পড়ুন: 'সামান্থা♎কে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে চেয়েছিল শ্বশুর নাগার্জুন', বিতর্কিত মন্তব্যে জলঘোলা, ক্ষমা চাইল মন্ত্রী
কিন্তু ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় আমির-কিরণের। তবে কিরণের সর্বশেষ পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’-এর প্রযোজনা করেছেন আমির খান ও তাঁর প্রোডাকশন হাউজ। এই ছবিটি সম্প্রতি পরের বছর অর্থাৎ ২০২৫-এর অ্যাকাডেমি পুরষ্কারের জন্য🃏 ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে ঘোষণা করা হয়𒊎েছে। আমির খান এরপর ‘শুভ মঙ্গল সাবধান’-এর পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে 'সিতারে জমিন পার' ছবিতে জুটি বাঁধতে চলেছেন, ছবিটি এই ক্রিসমাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, আমিরের বড় ছেলে জুনেইদ খান সিদ্ধার্থ পি মালহোত্রার পিরিয়োডিক ক⛎োর্টরুম ড্রামা ‘মহারাজ’-এর মাধ্যমে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেছেন। গত বছর নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়েছিল। এরপর তাঁকে খুশি কাপুরের বিপরীতে অদ্বৈত চন্দনের রোমান্টিক ছবিতে দেখা যাবে। কিন্তু ছবির নাম কী হবে তা এখনও ঠিক হয়নি। তাছাড়াও খবর🍬 সাই পল্লবীর বিপরীতে আরও একটি ছবিতে দেখা যাবে তাঁকে। তবে সেই ছবির নামও এখনও ঠিক হয়নি।