অভিনয় হোক বা পরিচালনা, সিনেমার খুঁটিনাটি বিষয় নিয়ে তিনি বড্ড বেশি খুতখুঁতে। সিনেমার প্রত্যেকটি দৃশ্য যদি সঠিকভাবে দৃশ্যায়ন না করা হয়, তাহলে কিছুতেই মন ভরে না তাঁর। আন্তর্জাতিক চলচ্চিত্রের জগতেও যে আমির খানের এত সুনাম, সেই আমির খান একসময় নিজের উচ্চতা নিয়েও ভুগেছিলেন নিরাপত্তাহীনতায়।
চলতি বছর অস্কারের প্রতিযোগিতায় শেষ পর্যন্ত দৌড়তে না পারলেও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সমালোচকদের কাছ থেকে কুড়িয়েছিল প্রশংসা। প্রাক্তন স্ত্রী কিরণ রায় পরিচালিত এই সিনেমাটি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলের মন জয় করেছিল। যে মানুষটি বলিউডকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন, সেই আমির খান নাকি একসময় নিজের উচ্চতা নিয়ে ছিলেন ভীষণ সংশয়ে।
আরও পড়ুন: লাল লেহেঙ্গা থেকে আইভরি শাড়ি: বিয়েতে কখন-কেমন সেজেছিলেন প্রকাশ্যে আনলেন খোদ সিন্ধু
আরও পড়ুন: মধুমিতাকে চোখে হারাচ্ছেন দেবমাল্য! জুটি বেঁধে 'সেরা ক্রিসমাস ইভ' কাটালেন কীভাবে?
জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে নানা পাটেকারের সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের উচ্চতা নিয়ে কথা বলেছিলেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, আমির খানের সঙ্গে বসে রয়েছেন রানী মুখার্জি এবং করিনা কাপুর খান। রানী যখন হাসতে হাসতে নিজেকে সব থেকে ‘খাটো নায়িকা’ বলে উল্লেখ করছেন, ঠিক তখনই উচ্চতা নিয়ে কথা বলেন আমির।
লাল সিং চাড্ডা অভিনেতা জানান, বলিউডের হিরো মানেই সুঠাম শরীর, লম্বা চওড়া দেখতে হবে তাঁকে। কিন্তু অন্যদের মতো উচ্চতা একেবারেই ছিল না তাঁর। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা, যা কখনও একজন নায়কের উচ্চতা হতে পারে না। এই উচ্চতা নিয়ে তিনি যখন প্রথম বলিউডে প্রবেশ করেছিলেন, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জেগেছিল, কাজ পাওয়া যাবে তো?
আমিরের এই কথা শুনে স্বভাবসিদ্ধ চরিত্রে নানা বলেন, ‘আমাকে দেখে কি মনে হচ্ছে? এই মুখ নিয়েই ৫০ বছর ধরে অভিনয় করে গেছি আমি।’ নানার কথার উত্তরে আমির বলেন, ‘আমি যখন প্রথম কাজ শুরু করি তখন বুঝতে পারি সততাই হল শেষ কথা। আপনি যদি আপনার কাজের দ্বারা মানুষকে মুগ্ধ করতে পারেন তাহলে বাকি সবকিছু গুরুত্বহীন হয়ে যায়।’
আরও পড়ুন: 'ওর ওটা খুব পছন্দের', বিয়ের ৫১ বছর পার, আজও ভালোবেসে জয়াকে কী উপহার দেন অমিতাভ?
উচ্চতা নিয়ে মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়, শুনতে হয় কটাক্ষ।কিন্তু এতকিছুর পরেও ইন্ডাস্ট্রিতে তিনি সেরা তিন নায়কের মধ্যে একজন। বিগত তিন দশক ধরে তিনি সেরার সেরা জায়গা ধরে রেখেছেন। তথাকথিত সঠিক উচ্চতা না থাকলে যে কেরিয়ার তৈরি হয় না, সেই প্রবাদ যেন ভেঙেচুরে খানখান করে দিয়েছেন আমির। শারীরিক সৌন্দর্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রতিভা, এটাই বারবার প্রমাণ হয়ে যায় আমিরের অভিনয় দেখলে।