'ম্যায় হুন না' ছবির ‘তুম হে যো ম্যায়নে দেখা’ ছবি কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ-সুস্মিতার অনবদ্য রোমান্স। গান শুনে গায়কের তারিফও করতে ইচ্ছে করে বইকি। কিন্তু এই গানের গায়ক অভিজিৎ ভট্টাচার্য স্বয়ং কিন্তু এই তারিফেই সন্তুষ্ট নন। শাহরুখ খানের চলচ্চিত্র ' ম্যায় হুন না🅰' -তে গান গেয়ে যথাযথভাবে কৃতিত্ব না পাওয়ার বিষয়ে তিনি অসন্তোষও প্রকাশ করেছিলেন একসময়। যা থেকেই শুরু হয় বিপত্তি।কিং খানের সঙ্গে এই সঙ্গীতশিল্পীর সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি হয়।
নিজের স্পষ্টবাদী স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন অভিজিত ভট্টাচার্য। পিঙ্কভিলার সঙ্গে একটি সাক্ষাত্কারের সময় অভিজিত, শাহরুখের সঙ্গে তাঁর বিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করেছিলেন। হাইলাইট করে তিনি বলেন যে খান এই পꦦরিস্থিতি সম্পর্কে ভালোই জানেন। এই দুই তারকার জন্মদিন মাত্র এক দিনের ব্যবধানে এবং দুজনের ব্যক্তিত্বতে মিল থাকা সত্ত্বেও তাঁদের সম্পর্ক খারাপ হয়েছে। তিনি এও জানান, যে তিনি এবং এসআরকে উভয়ই যে যার নিজ নিজ পথ সম্পর্ক🔜ে যথেষ্ট সচেতন।
আরও পড়ুন: (‘আমাকেও পারফেকশনিস্ট হতে হবে তার মানে নেই…’ 𝓰কেরিয়ার নিয়ে স্পষ্টবাদী আমির পুত্র)
ভট্টাচার্য জোর দিয়ে বলেন, বয়🌳সে ৬-৭ বছরের সিনিয়র হওয়ার কারণে, তিনি খানকে থিয়েট্রিক্সের বাইরে যেতে কিংবা স্থায়ী স্টারডমকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে 🌱পরামর্শ দিতে পারেন। তবে তিনি তাঁদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে যথেষ্ট সন্দেহবাদী। অভিজিত মনে করেন যে বাদশাহ তাঁর আসল চরিত্রটি জানা সত্ত্বেও নিজের ব্যস্ততা দেখাতে পারেন। তাঁদের সম্পর্কের এই অবনতিতে গায়ক মনে মনে আঘাত পেয়েছেন তা স্পষ্ট করে জানতেও দ্বিধাবোধ করেননি।
কাজের নিরিখে, শাহরুখ খানের সর্বশেষ উপস্থিতি ছিল রাজকুমার হিরানির ' ডানকি' -তে , যেখানে তাপসী পান্নু, ভিকি কৌশল , বোমান ইরানি এবং অন্যান্যরা অভিনয় করেছেন। ছবিটি ভক্ত এবং সমালোচক উভয়ের কাছ থেকে উত্সাহী প্রশংসা পেয়েছে। 'বাদশাহ' নামের একটি ছবিতেও তিনি এবং তাঁর মেয়ে সুহানা খান একসঙ্গে অভিনয় করতে চলেছেন । তিনি 'কিং'-এ♛ একজন 'ডন'-এর ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: (মুখ ভরে গিয়েছে ব্রণতে, গর্ভবতী মাসাবার ꦯকাছে কিন্তু তা আদতে ‘সন্তানের চুমু’)
কিং' হল শাহরুখ খানের অন্যতম প্যাশন প্রোজেক্ট, যেখানে তিꦗনি সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষের সঙ্গে এর প্রোমোশনের বিষয়ে গভীরভাবে জড়িত ছিলেন । একত্রে তাঁরা এমন একটি চরিত্র তৈরি করেছে যা আত্মবিশ্বাসকে তুলে ধরে। একইসঙ্গে কিং খানের অভিনয়ের নিখুঁত দিকটিও তুলে ধরা হবে এই ছবিতে।