খাগড়াগড় কাণ্ড নাড়িয়ে দিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গকে। এবার সেই দুর্ঘটনার প্রেক্ষাপটে তৈরি হওয়া ‘রক্তবীজ’ আসছে। দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ছবি ‘রক্তবীজ’। এই ছবির প্রেক্ষাপট হিসেবে বাছা হয়েছে দুর্গাপুজোকেই। এবার সেই ছবির মোশন পোস্টার মুক্তি পেল। তার আগেই প্রকাশ্যে এসেছে এটির প্রথম লুক🔯।
‘রক্তবীজ’ ছবিতে মুখ্য ভূম𒐪িকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এই ছবিতে তাঁরা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। এখানে আবির এবং মিমি ছাড়াও অন্যান্য ভূমিকায় আছেন ভিক্টর বন্দ্যোপাধꦇ্যায়, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, গুলশানারা খাতুন, কাঞ্চন মল্লিক, দেবাশীষ মন্ডল, প্রমুখ।
উইন্ডোজ প্রোডাকশন হꦍাউজ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ইনস্টাগ্রাম পেজে এই ছবি পোস্ট করে লেখা হয়, 'ভোরের আকাশ গাঢ় লাল সময়ের রং কালো। রাজার মুকুট মাটিতে লুটায়, আঁধারে প্র𓆉দীপ জ্বালো, আসছে রক্তবীজ। পুজোয় এবার পুজোর ছবি।' শিবপ্রসাদ ফেসবুকে এই ছবি শেয়ার করে লেখেন, 'নতুন সিনেমা, পুজোর সিনেমা।' ছবিতে নানা লেখার দিয়ে এক ব্যক্তির মুখের আদল ফুটে উঠেছে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে বদলা, জঙ্গিহানা, গ্রেফতার, নিরাপত্তা, বেআইনি বিস্ফোরণ, ইত্যাদি লেখা।
২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে দুর্গাপুজোর অষ্টমীর দিন। খবর যখন পুলিশ সেখানে যায় দেখে দুই মহিলা পথ আটকে দাঁ🌠ড়িয়ে। তাঁরা রীতিমত হুমকি দেন পুলিশ যদি এগোয় তাহলে এই বাড়ি তাঁরা উড়িয়ে দেবেন। য൲দিও তাঁদের গ্রেফতার করা হয়। কিন্তু কেন এমনটা করে ছিলেন তাঁরা সেই উত্তরই খুঁজবে ‘রক্তবীজ’।
আরও পড়ুন: 'প্রতি পদে কাজ শিখছি', মিমির সঙ্গে প্রথম হিন্দি ছবি নিয়ে উৎসাহী শিবপ্রসাদ, জানালেন 🐎অভিজ্ঞতা
এই ছবিটির হাত ধরে দর্শকদের প্রথমবার থ্রিলার ছবি উপহার দিতে চলেছেন শিবপ্রসাদ নন্দিতা জুটি। পুজোর সময় ‘রক্তবꦓীজ’-এর সঙ্গে বক্স অফিসে টক্কর হবে 𒈔দেবের ‘বাঘা যতীন’, সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ এবং অরিন্দম শীলের ‘মিতিন মাসি’র।
এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছ💖েন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আর আবহ সঙ্গীতের জন্য গোপাল দাসের টিমের ঢাকের আওয়াজ ব্যবহৃত হয়েছে।
ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'মোশন পোস্টারꦗ দেখেই অনেকেই ভাববেন এটা থ্রিলারধর্মী ছবি। আসলে এই ছবির বিষয় অনেকটা ধাঁধার মত𒈔ো। এবার দুর্গাপুজোয় ভক্তদের উত্তেজনাময় কিছু উপহার দেব বলে ঠিক করি আমি আর নন্দিতা দি। তাই ছবি নিয়ে আসা। আর এই ছবির পটভূমি যেহেতু দুর্গাপুজো তাই আরও বেশি সেই সময় ছবিটি মুক্তি দেওয়ার কথা ভেবেছি।'