🐈 গত বছর পুজোর সময় মুক্তি পেয়েছিল রক্তবীজ। খাগড়াগড় কাণ্ডকে সেই ছবিতে তুলে ধরেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই ছবির তুমুল সাফল্যের পর এবার আবার পুজোয় বক্স অফিস কাঁপাতে আসছে নন্দিতা শিবপ্রসাদের জুটির ছবি বহুরূপী। আর এখানেই আবারও মুখ্য ভূমিকায় এবং পুলিশের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সঙ্গে থাকবেন ঋতাভরী চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এদিন মুক্তি পেয়ে গেল এই ছবির পোস্টার।
বহুরূপী ছবির পোস্টার লঞ্চ
✱সোমবার, ৫ অগস্ট মুক্তি পেয়ে গেল বহুরূপী ছবিটির পোস্টার। আর সেখানেই যেন চাঁদের হাট বসেছিল। এদিন আবির চট্টোপাধ্যায় পরে এসেছিলেন একটি পেস্তা রঙের শার্ট এবং জিন্স। অন্যদিকে ঋতাভরী চক্রবর্তী পরেছিলেন মেরুন রঙের ড্রেস। কৌশানির পরনে ছিল সাদা রঙের লেহেঙ্গা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরেছিলেন খয়েরি রঙের টিশার্ট, সাদা কোট এবং কালো প্যান্ট। নন্দিতা রায়কে অল ব্ল্যাক লুকে দেখা গেল।
♎প্রসঙ্গত গত বছর রক্তবীজ ছবিতে আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল আইজি পঙ্কজ সিনহার চরিত্রে। এবার তিনি ধরা দেবেন এসআই সুমন্ত ঘোষাল। ওই ছবিটিও ছিল সত্য ঘটনা অবলম্বনে। বহুরূপী ছবিটিও তাই। এটি পশ্চিমবঙ্গের বুকে ঘটে চলা ১৯৯৮ সাল থেকে ২০০৫ সালের মধ্যে নানা ঘটনাকে দেখানো হবে।
🦄এই ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন শিবপ্রসাদ। এখানে তাঁর চরিত্রের নাম বিক্রম। এই ছবির শ্যুটিংয়ের সময় তিনি গুরুতর আহত হন। কৌশানি মুখোপাধ্যায়ের চরিত্রের নাম হল ঝিমলি। কিছুদিন আগেই শেষ হয়েছে এই ছবির শ্যুটিং। থাকবে ধুন্ধুমার অ্যাকশন। ছবিতে গান গেয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়।
আরও পড়ুন: ❀'যদি একবার...' পর্দায় ‘সুচিত্রা’ হয়ে আসছেন দর্শনা, তার আগে মনের কোন অপূর্ণ বাসনার কথা জানালেন?
💙জানা গিয়েছে ৩২ দিন ধরে ৭৮ টি জায়গায় বহুরূপী ছবিটির শ্যুটিং হয়েছে। পুজোর সময় মুক্তি পাবে বড় পর্দায়। বক্স অফিসে এই ছবির সঙ্গে টক্কর জমবে একটি খুনির সন্ধানে মিতিন, টেক্কা, প্রসেনজিৎ-অনির্বাণের ছবি যার নাম ঠিক হয়নি।