অশান্ত, উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। ছাত্র আন্দোলন যেন এখন এক সম্পূর্ণ নতুন বাঁক নিয়েছে। নিপিড়িত হচ্ছে ওপা💞র বাংলার সংখ্যালঘু হিন্দুরা। নির্বিচারে তাঁদের বাড়ি, সম্পত্তি পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে। সোমবার শেখ হাসিনাকে বাধ♋্য করা হয় পদত্যাগ করতে। তিনি পদত্যাগ করে দেশ ছাড়তেই উত্তাল হয়ে বাংলাদেশ। দখল করা হয় গণভবন। চলে বিজয় মিছিল এবং হিন্দু নিধন। সেই ঘটনার একাধিক ছবি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ওপার বাংলার জনপ্রিয় তারকারা প্রতিবাদ জানিয়েছেন। এবার গোটা বিষয় দেখে শুনে কী বললেন সোনু সুদ?
আরও পড়ুন: ৫৫ বছর পর নতুন রূপে ফিরছে শরৎচন্দ্রের পরিণীতা, ট্রেলারে প্রত্যাশা বাড়ালেন দেবচন্দ্রꦍিমা - গৌরব
কী লিখেছেন সোনু সুদ?
এদিন সোনু সু꧒দ এক বাংলাদেশি হিন্দু মহিলার ভিডিয়ো শেয়ার করেন। সেই ভিডিয়োতে মহিলাটিকে বলতে শোনা যায় বিজয় মিছিল নিয়ে যাওয়ার পথে মুসলিমরা তাঁদের বাড়িতে কী ভাবে ভাঙচুর চালিয়েছে। তাঁদের দেশ ছাড়তে বলছে। এই অবস্থায় কতটা নিরাপত্তাহীনতা, অসহায় অবস্থায় রয়েছেন তাঁরা সেটাই বারবার জানিয়েছেন তিনি ভিডিয়োতে। এটি এদিন শেয়ার করে সোনু লেখেন, 'আমাদের এবার আমাদের সেরাটা দেওয়া উচিত আমাদের সহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য। যাতে ওঁরা এখানে ফিরে একটা শান্তির জীবন পায়। এটা খালি ভারতীয় সরকারের কর্তব্য নয়, ওঁরা ওঁদের মতো আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে এটা আমাদেরও দায়িত্ব। জয় হিন্দ।'
কী লিখেছেন সুমনা কাঞ্জিলাল?
মো𝔉জোটেল এন্টারটেইনমেন্ট এবং ডিস্ট্রিবিউশনের এক্সিকিউটিভ অফিসার সুমনা কাঞ্জিলাল এদিন বাংলাদেশের ভয়াবহতা ব্যাখ্যা করতে একটি পোস্ট দেন , সেখানে তিনি জানান তাঁর এক বাংলাদেশি হিন্দু বন্ধুকে এবং তাঁর পরিবারকে হত্যা করা হয়েছে। তিনি তাঁর পোস্টে লেখেন, 'এটা ছাত্র আন্দোলন ন🃏য়, দয়া করে আর এটাকে ছাত্র আন্দোলন বলবেন না! এই মাত্র আমি আমার এক নিরপরাধ বন্ধু কে চিরকালের মতো হারালাম।'