একটি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছিলেন বাংলাদেশের কৌতুক শিল্পী আবু হেনা রনি। সেই দুর্ঘটনায় তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে থেকে কঠিন লড়াই চালাচ্ছেন রনি। দুশ্চিন্তার মেঘ কিছুটꦚা কেটেছে। আপাতত খানিক ভালো আছেন শিল্পী।
সেই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন রনির সহকর্মী এবং অনুরাগীরা। সকলেই তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনেছ🌃েন। অগুনতি মানুষের প্রার্থনা বিফল হয়নি। এখন স্থিতিশীল রনি। একটি ফেসবুক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, 'আলহাম্দুলিল্লাহ ,অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।'
ধীরে ধীরে রনির শারীরিক অবস্থার উন্নতি🦩 হচ্ছে। কৌতুক শিল্পীর পোস্ট দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগী♛রা। প্রিয় শিল্পী বিপন্মুক্ত, হাফ ছেড়ে বাঁচলেন তাঁরা।
প্রসঙ্গত, পুলিশের ওই অনুষ্ঠানে কিছু গ্যাস বেলুন ওড়ানো হচ্ছিল। তখনই একটি গ্যাস বেলুনে বিস্ফোরণ হয়। ঘটꦗনাচক্রে সেখানেই দাঁড়িয়েছিলেন রনি-সহ আরও কয়েক জন। গুরুতর আহত হন তাঁরা। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। রনির দেহের অনেকটা অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকরা বিশেষ নজর রেখেছিলেন তাঁর উপর।
বেশ কয়েক বছর আগে বাংলার জনপ্রিয় শো 'মীরাক্কেল'-এ অংশগ্রহণ করেছিলেন রনি। জয়ীও হ꧒য়েছিলেন। কমেডির পাশাপাশি একাধিক ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।