করোনার দ্বিতীয় ঢেউয়ের মৃত্যুমিছিলে নিজের দিদাকে হারালেন অধ্যয়ন সুমন। দꦅিদার সঙ্গে ছবি শেয়ার করে ইনস্টায় একটি দীর্ঘ্য বার্তা পোস্ট করলেন অভিনেতা। শেখর সুমনের ছেলে অধ্যয়নের শেয়ার করা সেই বার্তা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। শোকার্ত এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন সকলে। অধ্যয়নকে স্বান্তনা জানিয়েছেন তাঁর 𝄹ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।
শুক্রবার সকালে একটি টুইট করে দিল্লিতে শাশ🎶ুড়ির মৃত্যুর খবর জানান শেখর সুমন। লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার শাশুড়িকে হারালাম ঘাতক কোভিডের কারণে। মন ভেঙে গিয়েছে। ওঁর ভালোবাসায় ভরা থাকত আমার রোজের জীবন। আমার দেখা অন্যতম ভালো মানুষ। তোমার আত্মার শান্তি কামনা করি মা। আমরা তোমায় খুব ভালোবাসি।🐽’
অন্♎য দিকে, নাতি অধ্যয়ন ইনস্টায় দিদার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘স্বর্গে তোমার সঙ্গে আবার দেখা হবে। নিজের চারপাশে এতদিন মানুষের মৃত্যুর খবর শুনছিলাম। আজ আমার ঘরে 🅰এটা হল! আমরা কেউ একদিনের জন্যও বাড়ির বাইরে পা রাখিনি। জানিনা , কী হয়ে গেল।’
করোনা থেকে সবা☂ইকে সাবধান করে অধ্যয়ন লিখেছেন🧔, ‘আমরা মৃত্যুর অনেক কাছাকাছি চলে এসেছি হঠাৎ করে। বাইরের পরিস্থিতি খুব খারাপ। যতটা সম্ভব বাড়িতে থাকুন। মানুষ যেমন ঠিক হয়ে যাচ্ছে, তেমনই অনেকেই মারা যাচ্ছে। অন্তত আর কিছু না হলে সাবধান হওয়ার জন্য ভ্যাকসিন নিন।’
প্রসঙ্গত, ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ🥀্যা ছাড়িয়েছে চার লাখের গণ্ডি। বেশ কিছু রাজ্যে জারি হয়েছে লকডাউন। ট্রেন, বিমানে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখা হচ্ছে। কিন্তু, তাতেও রাশ টানা যাচ্ছে না সংক্রমণে। বেড়েই চলেছে মৃত্যুমিছিল।ꦏ কার্যত বেহাল হয়ে পরেছে স্বাস্থ্য ব্যবস্থা।