শনিবার ছিল দেশে শেষ দফা-র ভোট। বাংলার বেশিরভাগ কেন্দ্রই নির্বাচন ছিল ১ জুন। টলিউড তারকারা অংশ নিয়েছিলেন ভোট উৎসবে দল বেঁধে। আপাতত ৪ জুনের অপেক্ষা, দিল্লির সিংহাসন কার দখলে থাকবে আগামী ৫ বছর, তা জানতে উৎসুক আমজনতা। তারই মাঝে বামপন্থীদের ক꧒ীসের থেকে দূরে থাকার পরামর্শ🔯 দিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়?
অভিনেতা পোস্টটি শেয়ার করেন শনিবারে। লেখেন, ‘আমি একটা জিনিস হিসেব করে দেখলাম। তাহলে তাঁদের থেকেই নেওয়া উচিত, যারা একসময় তৃণমূলে ছিল, আগেরবার বিꦓজেপিতে গিয়েছে, ফের তাঁরা তৃণমূলে চলে এসেছে।’ আর এরপরই বাম প্রসঙ্গ টেনে লিখলেন, ‘বামপন্থী বন্ধুবান্ধব এস ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো।’।
সামাজিক মাধ্যমে এমন পোস্ট মাঝেমাঝেই করে থাকেন অনিন্দ্য। এই যেমন কদিন আগেই তিনি সামাজিক মাধ্যমে লেখেন𝓡, ‘খুব শরীর খারাপ করে একদম কেলিয়ে বিছানায় পড়ে থাকলেই একমাত্র মনে হয় কেনই বা যে আমি একা থাকি ? কেনই বা যে আমি একটা বিয়ে♛ করছি না ? নিজের একটা ফ্যামিলি হলে ভালোই হত। খেয়েছি কিনা বা খাচ্ছি না কেন? এটা কেউ জিজ্ঞেস করলে তো ভালোই লাগত।একটু মরাল সাপোর্ট তো পেতাম।’
আরও পড়ুন: মায়ের সঙ্গে ডিনার ডেট! ফুল-ফুল জামায় বেবিবাম্প লোকানোর ♈চেষ্টা দীপিকার, কতটা ব🧔ড় হল পেট
এতটা পরে অনেকেরই মন গলেছিল। অনেকে ভেবেছিল, সত্যি তো ছেলেটা একা। ও❀ মা, তারপর𝓡 তিনি যোগ করলেন, ‘তারপরে ঠিক হয়ে গেলে মনে হয়, নিজেকেই বোঝাই বছরে আর কতদিনই বা অসুস্থ হই ? মেরেকেটে ১২/১৪ দিন মতন হবে ? তারজন্যে পুরো হসপিটাল সারাবছরের জন্যে বাড়িতে আনার কী দরকার ? এতবছর ধরে এই চলে আসছে। এবারও তাই হবে।’
আরও পড়ুন: শহরে নেই, তাই ভোট দেওয়া হয়নি! দূরে জঙ্গলে ঘেরা বাংলোয় 🐠একান্তে ধরা দিলেন নীল-তৃণা
বর্তমানে অনিন্দ্য ব্যস্ত রয়েছেন নষ্টনী♋ড় ওয়েব সিরিজের কাজ নিয়ে। এখানে তাঁর সঙ্গে রয়েছেন সন্দীপ্তা সেন, রুকমা রায়। এর আগের পর্বে দেখা যায়, এক প্রফেসরের নামে শ্লীলতাহানির অভিযো❀গ আনে একটি মেয়ে। পরবর্তীতে হাসপাতালে সে মারা যায়। আর সেই প্রফেসরের স্ত্রী অর্থাৎ সন্দীপ্তা প্রথমে স্বামীকে নিরাপরাধ ভাবলেও, পরে জানতে পারে সত্যি তার আপাত গোবেচারা বরটি ব্যবহার করেছে এক ছাত্রীকে। দীর্ঘদিন ছিল শারীরিক সম্পর্কে। তারপরই ঠিক করে নেয়, যাবে স্বামীর বিরুদ্ধে।
আরও পড়ুন: মধ্যরাতে ৩জনকে ধাক্কা রবিনার চালকের! দায় স্বীকারের বদলে চোটপাটꦰ করার অভিযোগ উঠছে
প্রথম সিজনে এই সিরিজের🐬 গুরুত্বপূর্ণ চরিত্রে অভꦿিনয় করেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্গনা রায়। সকলেই রয়েছেন এই সিজনে। সঙ্গে শুধু যুক্ত হয়েছেন অনিন্দ্য ও রুকমা।