১ জুন এই বছরের মতো শেষ হল লোকসভা নির্বাচনের ভোট গ্র👍হণ পর্ব। প্রায় দেড় মাস ধরে চলা এই নির্বাচনী প্রক্রিয়ার গতকালই ছিল শেষ এবং সপ্তম দফার ভোট। আর এইদিন কলকাতা উত্তর দক্ষিণ সহ যাদবপুর কেন্দ্রের ভোট। সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের সমস্ত তারকারাও তাঁদের নাগরিক কর্তব্য পালন করেছেন এদিন। কিন্তু তারপরই প্রকাশ্যে এল এক চমকপ্রদ তথ্য। অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য জানালেন তাঁর প্রয়াত শ্বশুরের নামে নাকি ভোট দেওয়া হয়েছে এদিন! প্রমাণ হিসেবে তিনি একটি ছবিও পোস্ট করেন।
কী লিখলেন দীপাঞ্জন?
এদিন দীপাঞ্জন একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে প্রদীপ ঘোষ নামক এক ব্যক্তির ভোটের কাগজ। কলকাতা উত্তরের বাসিন্দা। এই ছবিটা পোস্ট করে এদিন দীপাঞ্জন লেখেন, 'খবরটা পাওয়ার পর থেকেই খুব কষ্ট হচ্ছে। আমার স্ত্রী খুবই ভেঙে পড়েছে। বাপি তুমি এলে আর একবারও বললে না। সততার প্রতীকরা এটা কীভাবে করতে পারল? এরপরও এক্সিট পোলের উপর ভরসা রাখি কী করে? বাপি তুমি ২০১৬ সালে আমাদের ছেড়ে চলে গেলে, বললে না ফেরার দেশে যাচ্ছ। কিন্🍬তু এবার সেখান থেকেই ভোট দিতে এলে, আর𓆉 দেখা করলে না? তুমি তো সব দেখতে পাও, তোমার ভোটটা কে দিল বল না বাপি?' তিনি এদিন এই পোস্টে আরও লেখেন, 'নির্বাচন কমিশন তোমার অ্যাপায়ন করেছে তো? তোমার কোনও কষ্ট হয়নি তো? তিনুরা তোমায় কত ভালোবাসে দেখো, তোমায় না ফেরার দেশে থেকেও ফিরিয়ে নিয়ে এসেছে।'
বলাই বাহুল্য তিনি গোটা পোস্টটাই তির্যক ভাবে লিখেছেন। এই গোটা ঘটনায় বাম সমর্থক দীপাঞ্জনের ইঙ্গিত যে তৃণমূল কংগ্রেসের দিকে সেটাও বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত গতকাল রাজ্যের যে ৯ কেন্দ্রে ভোট হয়েছে কোথাও কোথাও থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। দীপাঞ্জনের মতো এদিন আরও অনেকে জানিয়েছেন তাঁদেরও মৃত꧃ পরিচিত, আত্মীয়দের নামে ভোট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'সব নারীরা নৃত্যশিল্পী 🌊হতে পারে না, শারীরিক গঠন সুন্দর হলেౠ তবেই...' মালবিকা সেনের কথায় হইচই
কে কী বলছেন?
দীপাঞ্জন ভট্টাচার্যের এই পোস্টে এক ব্যক্তি লেখেন, 'আর আমার মাসতুতো বোনের শ্বশুর ভোট দিতে গিয়ে দেখলেন তিনি মৃত। আর প্রিসাইডিং অফিসার আবার বলেছে ওঁকে ,উনি ভোট অনেক দিয়েছেন তাই আর না দিলেও চলবে।' আরেকজন কটাক্ষ করে লেখেন, 'একবার তো প্রয়াত গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ও সল্টলেকে ভোট দিয়েছেন। এসবে অবাক হওয়ার কিছু নেই। এত কিছু দুয়ারে হতে পারলে যমের দুয়ারে থেকেই বা ফেরা যাবে না কেন?' তৃতীয় ব্𓂃যক্তি লেখেন, 'যাক, মৃত মানুষেরা ওপর থেকে ফিরে এসে ভোট দিয়ে চলে গেলেন। আমরা জীবিত যারা, তাদের যে মৃত করে ওপরে পাঠিয়ে দেননি এই ভালো।'