ꦰ আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। সাধারণ মানুষের পাশাপাশি আন্দোলনে সোচ্চার হয়েছেন আরজি করের চিকিৎসকরাও। ঠিক তখনই তৃণমূলের ধরনা মঞ্চ থেকে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক বলে বসেন, ‘কর্মবিরতিতে থাকা সরকারি কর্মচারিরা কি বেতন বা বোনাস নেন না?’
🍸কাঞ্চনের এই মন্তব্যের পরই তাঁর উপর চটেছেন টলিপাড়ার একাংশ। কাঞ্চনের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা ঋদ্ধি সেন, সুজন নীল মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। মুখ খুলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। 'কাঞ্চন'-এর নাম না নিয়ে ঋত্বিক নিজের ফেসবুকের পাতায় লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক/ চাটা মল্লিক/ ফাটা মল্লিক/ টা টা মল্লিক’। অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর পথে হেঁটে কাঞ্চন মল্লিকের সঙ্গে বন্ধুত্বকে ‘টাটা’ করেছেন ঋত্বিকও।
ಞঋত্বিক চক্রবর্তীর এই পোস্টে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘আমি শুধু এক্সপ্রেশনটা দেখলাম। কমেডি জঁর থেকে বেরোতে পারেনি লোকটা। চটিচাটা জোকার হয়েই রয়ে গেল।’ এষা মল্লিক নামে এক মহিলা লিখেছেন, ‘নামের পাশ থেকে এদের জ্বা লা য় দেখছি সারনেম ত্যাগ করতে হবে’। আরও একজন লিখেছেন, ‘ওর সামনের বছর ' মহানায়ক' চাই। কারোর মন্তব্য, ‘ভাবতাম লোকটা বেশ পড়াশোনা জানে ,থিয়েটার দলে ছিল, শিক্ষিত । এখন তো দেখছি সেগুলি বাক্স বন্দী, use হয় না।’ কারোর দাবি, ‘অনেক কৌতুক অভিনেতার অভিনয় দেখেছি এর অভিনয়ে কেমন একটা নোংরামি লাগতো, সেটাই আজ ওর ভাষাতে প্রমাণ হয়ে গেল। ও একটা চাটন মল্লিক।’ কেউ ব্যাঙ্গ করে লিখেছেন, ‘প্রথম ফুটেছে কলি আমার মল্লিক বাগানে।’ কেউ আবার কাঞ্চনের বক্তব্য ধরেই প্রশ্ন করেছেন, ‘উনি মাসে কদিন বিধানসভা যান? MLA এর ভাতা টা তো গুনে গুনে পুরো মাসের নেন। পুরো দলটাই নির্লজ্জ, ওর থেকেও আলাদা কিছু আশা করিনি আমরা।’
ꦫঋত্বিক চক্রবর্তীর এই পোস্টের নিচে কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে কাঞ্চন মল্লিকের মন্তব্যে ক্ষুব্ধ নেটপাড়ার অনেকেই।
𓃲প্রসঙ্গত, এর আগে কাঞ্চন মল্লিককে নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকের পাতায় লম্বা পোস্টে লেখেন, ‘এক সময়ের বন্ধু/সহকর্মী Kanchan Mullick, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণা র লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব, বিবেক,বুদ্ধি,বিবেচনা,শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবি টা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবি টা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে। (কথাগুলো ফোন করে বা মেসেজ করেও বলতে পারতাম হয়ত, যদি তোর বলা কথাগুলো ফোনেই শুনতাম। তুই যেহেতু news media কে বললি, আমিও তাই social media তেই লিখলাম।’
﷽এমনকি কাঞ্চনের উপর তোপ দেগে জয়জিৎ লেখেন, 'MLA সাহেব কি নিজের পকেট থেকে সরকারি কর্মচারীদের মাইনে ও DA দেন নাকি ? আপনার মাইনেটাও যেমন সাধারণের ট্যাক্সের টাকায় হয়। তাদেরটাও তাই হয়।'