বাংলাদেশের খ্যাতনামা অভিনেত♉্রী ফরিদা আক্তার ববিতা। সত্তর ও আশির দশকের অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তির সিনেমায়। সত্যজিৎ রায়ের ‘অশনি স🦹ংকেত’ সিনেমার হাত ধরে তাঁর অভিনয় বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রায় দুই দশক ধরে কয়েকশো সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পরপর তিনবার বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন তিনি।
এখন অভিনয় থেকে অনেকটাই রয়েছেন দূরে ববিতা। বেশিরভাগ সময় থাকেন কানাডা অথবা আমেরিকায়। তবে সুযোগ হলেই নিজের জন্মভূমির টানে ছুটে যান বাংলাদেশে। কানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত এই অভিনেত্রী ববিতা। পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে তাঁর। অভিনেত্রী জানিয়েছেন, কুরবানি ইদের পর আবার বিদেশে চলে যাবেন তিনি। আরও পড়ুন: সোহমের ছেলের জন্মদিনে বিশে๊ষ অতিথি রাজ! হাতে করে আনলেন নাকি কোনও উপহার
বর্তমানে বাংলাদেশের সিনেমা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, ওপার বাংলার সংবাদমাধ্যম কালবেলাকে অভিনেত্রী বলেন, ‘খবর রাখা হয় না। নতুন কোনও সিনেমাও সেভাবে দেখা হয় না। তবে মাঝেমধ্যে দুয়েকটি কাজ দেখেছি। তা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়ে গিয়েছে। কারণ সুড়সুড়ি 🏅টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে দেখা হয় না’।
মাঝে সিনেমা ছেড়ে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। ꧟আবার অভিনয়ের প্রতি আপনি আগ্রহ দেখিয়েছেন। কী ধরনের গল্পতে কাজ করতে চান? সে বিষয় ফরিদা আক্তার ববিতা বলেন, ‘একটি কথা আছে। আর্টিস্ট নেভার সে গুডবাই। তাই আমি অবশ্যই সিনেমা অভিনয় করব। এটাই আমার পেশা। আমি কখনও অভিনয়কে বিদায় বলতে পারি না। তবে এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, এগুলি করতে আমি অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের কী একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শ্যুটিং আমেরিকা, কানাডায় নাকি হওয়ার কথা ছিল। আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চা🌸ই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব’।
অভিনেত্রীর সাফ বলেছেন, ‘পাশের দেশগুলিতে (পড়ুন ভারত) দেখুন, অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় কর🗹েছে। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। স🤪বাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মার চরিত্র ছাড়া আমাদের আর কোনও চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দেখবে দর্শক’।