গায়ক, টেলিভিশন শো হোস্ট আদিত্য নারায়ণ সম্প্রতি ছত্তিশগড়ের ভিলাইয়ের রুংটা আর ২ কলেজে তাঁর শো চলাকালীন এক ব্যক্তি♉র ফোন ছুঁড়ে ফেলে দেন, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। জুমকে দেওয়া নতুন এক সাক্ষাৎকারে ইভেন্ট ম্🗹যানেজার জানিয়েছেন, সেই ব্যক্তি ওই কলেজের ছাত্র নন। তাঁর দাবি, আদিত্যর পা টেনে ধরলে নাকি গায়কের ধৈর্যের বাধ ভেঙে যায়।
ইভেন্ট ম্যানেজার জানালেন, '🌠ওই ছেলেটি কলেজের ছাত্রও ছিল না, সে নিশ্চয়ই কলেজের বাইরের কেꦆউ। অনবরত আদিত্যর পা টেনে ধরছিল সে। আদিত্য খুব বিরক্ত ছিলেন। আদিত্যর পা টেনে ধরার পাশাপাশি হাতের ফোনটি নিয়ে একাধিকবার পায়ে ঠুকে দেন। এরপরই মেজাজ হারান তিনি। ছাত্রদের সঙ্গে প্রায় ২০০টি সেলফি তুলেছিলেন তিনি। এই ঘটনা ছাড়া সম্পূর্ণ কনসার্টটি মসৃণভাবে সম্পন্ন হয়েছে। এই ঘটনার পর আরও দু'ঘণ্টা ধরে চলেছিল অনুষ্ঠান। ওই লোকটির কোনও ভুল না থাকলে, নিশ্চয়ই সে এগিয়ে এসে প্রতিবাদ জানাত।'
আরও পড়ুন: ‘👍মুখের সামনে পা তুলে দিচ্ছে’, তরুণ প্রজন্মর মন রিলস তৈরিতে,দাবি শঙ্কর চক্রবর্তীর
‘এমনকি দর্শন রাওয়ালও এই ধরনের কলেজের অনুষ্ঠান করা বন্ধ করে দিয়েছে কারণ প্রতিটি শহরেই এই ধরণꩵের নানা ক্রিয়াকলাপ ঘটছে। মানুষ সবকিছুর পেছনের সত্য জানে না। আপনি শুধু একটা দিক দেখছেন। সে ক্রমাগত আদিত্যকে মারছিল আর পা টেনে ধরছিল, যদি সে পড়ে যেত? এই ছেলেটি যদি সঠিক হত তবে সে এগিয়ে আসত এবং কলেজ কর্তৃপক্ষকে বলত যে তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমি বহু বছর ধরে এই কলেজের সঙ্গে যুক্ত এবং এটির মতো ভালো কনসার্ট আগে কখনও হয়নি। তারা নিজেরাই এ কথা বলেছে।’, আরও বলেন তিনি।
আরও পড়ুন: ‘টিকবে না নন্দিনী’, ১৯ বছরের বাপ-মা মরা সাগরের হোটে𒉰লে স্বস🍃্তিকা, ফুটেই খেলেন ভাত
আদিত্যর কনসার্টের ভিডিয়ো দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেখা যায় তিনি ২০০৬ সালের ডন চলচ্চিত্রের ‘আজ কি রাত’ গাইছেন। মঞ্চে হঠাৎই থমকে দর্শকদের মধ্যে এ𝓰ক ভক্তের দিকে তাকালেন। এরপর তিনি ওই ব্যক্তির হাতে থাকা ফোনটি কেড়ে নেন এবং তা করতে না পেরে আঘাতও করেছিলেন হাতে। এরপর আদিত্য ফোনটি ভিড়ের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়।