সোমবার নিজের বাড়ির বাথরুম থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা আদি𒁃ত্য সিং রাজপুতকে। যিনি স্প্লিটসভিলার প্রতিযোগী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। এছাড়া মডেলিং করতেন।
আন্ধেরির🎃 ১১ তলার যে হাইরাইজে তিনি থাকতেন তাঁরই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। এরপর আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত। প্রাথমিক অনুমান ছিল, ড্রাগ ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত, আদিত্যর ইনস্টাগ্রা෴ম স্টোরি থেকে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও বাড়ির বারে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন তিনি। বার থেকে মুম্বই স্কা🐬ইলাইনের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘সানডে ফানডে উইথ বেস্টিজ’। তবে এখনও সামনে আসেনি পোস্টমর্টেম রিপোর্ট।
ডিসিপি কৃষ্ণকান্ত উপাধ্যায় সংবাদমাধ্যমকে আদিত্যর রিপোর্ট নিয়ে জানিয়েছেন ‘না, আমরা এখনও এটি নিশ্চিত করতে পারিনি। আমরা এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছি তা হল আদিত্য সিং ৩৩ বছর বয়সী, বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। সেই সময় তাঁর চাকর এবং প্রহরী তাঁকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ট্রমা কেয়ার হাসপাতালে রেফার করা হয়। আমরা ড্রাগ ওভারডোজের ব্যাপারে নিশ্চিত নই। চাকর দাবি করেছে যে, তার সর্দি ছিল। আর কয়েকদিনের কাশি। ময়নাতদন্ত এখনও বাকি, তার আগে কিছু বলতে পারব না।’ আরও পড়ুন: প্রয়াত আরআরআর অভিনেতা র🧜ে স্টিভেনসন! শোকবার্তা প💜রিচালক রাজামৌলির
এদিকে কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে আদিত্যর মৃতদেহের মাথায় চোট আছে। পা পিছলে পরে গিয়েও মাথায় আঘাত পেয়েও মৃত্যু হতে পারে। আপাতত অপেক্ষা পোস্টমর্টেমের 🍌൩রিপোর্ট সামনে আসার।
আদিত্য ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যা🐠য় গান্ধী কো নহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। স্প্লিটসভিলা ৯ ছাড়াও লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রোজেক্টের অংশও ছিলেন। মুম্বই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলিতে তাঁকে প্রায়ই দেখা যেত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )