সদ্য বিয়ে করেছেন দীপ্সিতার ‘দাদান’ শোভন গঙ্গোপাধ্যায়। নায়িকা সোহিনী সরকারের সঙ্গে গত ১৫ই জুলাই সইসাবুদ করে বিয়ে করেছেন গায়ক। সম্পর্কে শোভনের মাসতুতো বোন বামনেত্রী দীপ্সিতা। দুজনের বয়সের ফারাক মাত্র এক বছরের। ৩০-এর গণ্ডি পার করে ফেলেছেন দীপ্সিতা। আরও পড়ুন-‘আমাদের দু-জনেরই…’, সম্পর্কে সিলমোহর, বি✨য়ে নিয়ে কী পরিকল্পনা দীপ্সিতার?
দাদার বিয়েতে চুটিয় আনন্দ করেছেন যুবনেত্রী। সেই ছবির ঝলক উঠে এসেছে দীপ্সিতার ইনস্টাগ্রামের দেওয়ালে। গায়ে হলুদে বৌদির নির্দেশে হলুদ শাড়িতে ঝলমলে বামনেত্রী, পুল পার্টিতেও বিন্দাস মুডেཧ ধরা দিয়েছেন। বিয়ের পর্ব মিটতে ‘সীমন্তিনী’ সোহিনীর সঙ্গে মিষ্টি একটি ছবি পোস্ট করেন দীপ্সিতা। ননদিনিকে আগলে রয়েছেন সোহিনী। সেই ছবির ক্যাপশনে বামনেত্রী লিখেছেন, ‘একসাথে ভালো থাকার পথ চলা…’। এই ছবি তুলে দিয়েছেন খোদ শোভন।
এই পোস্টের কমেন্ট বক্সে বিয়ে নিয়ে প্রশ্নে জেরবার দীপ্সিতা। কেউ লিখেছেন, ‘দিদি এবার তোমারটা বাকি রইল’। কেউ লিখছেন, ‘তুমি কবে বিয়েটা করছো?’ বিয়ে নিয়ে কী ভাবনা দীপ্সিতার? সোহিনী কোনও পরামর্শ দিয়েছেন ননদিনিকে? এক সাক্ষাৎকারে শ্রীরামপুরের বিজিত প্রার্থী জানিয়েছেন, ꦇগতানুগতিক ভারতীয় পরিবারে যেমনটা হয়ে থাকে সকলেই মেয়ের বিয়ে নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। তবে সোহিনীর সঙ্গে এই ব্যাপারে এখনও কোনও কথা হয়নি দীপ্সিতার।
‘কমরেড’ দীপ্সিতা ধরের পুরুষ অনুরাগীর সংখ্যা কম নয়। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সম্পর্কে রয়েছেন। তবে সেই মানুষটির নাম ফাঁস করেননি যুবনেত্রী। বিয়ে সম্পর্কে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ' বিয়ে তো একটা মিউচুয়াল সিদ্ধান্ত। যে মানুষটিকে আমি বিয়ে করতে চাই, আমাদের দু-জনের একইসঙ্গে একইসময়ে এই ডিসিশনটা নিতে হবে। এই মুহূর্তে (বিয়ের পরিকল্পনা) নেই। এখন আমাদের দুজনেরই ব্যক্তিগত জীবন, কেরিয়ার ইত্যাদি নিয়ে সেটেলড হওয়ার রয়েছে। আমরা দুজনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫টা বছর, ১০টা বছর আমরা কেমন করে কাটাব। সেটা যদি হয়ে যা⭕য়, সেখানে গিয়ে যদি দুজনের কোনও একটা জায়গাꦫয় তালমিলের জায়গায় আসতে পারে তাহলে নিশ্চয়…'।
শোভন-সোহিনীর বিয়েকে ঘিরে নেটপাড়ায় ট্রোলের বন্যা। এই ব্যাপারে দুজনেই চুপ। তবে ফুঁসে উঠলেন দীপ্সিতা। দাদা-বৌদিকে আক্রমণের জবাবে তিনি আনন্দবাজারকে বলেন, ‘আমি খুব বিরক্ত। এই ধরনের মন্তব্যের কোনও 🔯সারবত্তা নেই। যদিও সোহিনীদির উপর এগুলো কোনও প্রভাব ফেলতে পারেনি। এতটুকুও ভাবিত নয়। সমাজমাধ্যমে ট্রোলিং কে কী ভাবে পাত্তা না দিয়ে থাকা যায়, সেটা ওর মধ্যে দেখꦓেছি।’