ধনুশের ছবি 'রায়ণ' ২৬ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এটি অভিনেতার ৫০ তম ছবি। তাছাড়াও💧 এই ছবি তাঁর জন্য খুবই বিশেষ কারণ এই ছবির পরিচালনা করেছেন তিনি নিজেই। ছবি মুক্তির আগে, গত সপ্তাহে সিনেমার অডিয়ো লঞ্চের অনুষ্ঠান ছিল। সেখানে তিনি নানা কথা বলেন। তাঁর বলা সেই কথাগুলি তাঁর ভক্তদের কাছে খুবই সমাদৃতও হয়। সবটা মিলিয়ে তিনি অনুরাগীদের থেඣকে অনেক ভালবাসাও পান, তবে এই অডিয়োর একটি অংশ নেটিজেনদের হতাশও করেছে।
ধনুশ, অডিয়ো লঞ্চের সময় বলেছিলেন যে, ১৬ বছর বয়সে চেন্নাইয়ের পোস গার্ডেনে রজনীকান্ত এবং জয়ললিতার বাড়ি দেখে তিনিও সেখানে একটি বা💞ড়ি কেনার স্বপ্ন দেখতে শুরু করেন । তারপর অবশ্য তাঁর সে স্বপ্ন সফলও হয়। তিনি জানান, বিনোদন জগতে তিনি একজন বহিরাগত ছিলেন, তাই একটি উচ্চবৃত্ত এলাকায় বাড়ি কেনা তাঁর জন্য অতন্ত্য বড় ব্যপার।
আরও পড়ুন: বো দেওয়া হট পিঙ্ক বার্বি ড্রেসে নজরকাড়া সারা! জানেন তাঁর এই পো⛄শাকের দাম কত?
আর তাঁর এই কথাতেই ক্ষেপে লাল নেটিজেনরা, বিশেষ করে নিজেকে বহিরাগত বলাতেই ক্ষুব্ধ হয়েছে নেটপাড়া। তাঁর অনুরাগীরা অনেকেই জানান যে তাঁরা ধনুশের বক্তব্যে হতাশ। এমনকী অনেকে অভিনেতাকে 'নেপটিজমের ফল' বলেও সম্বোধন করেছেন, কারণ তাঁর বাবাও বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয় তাঁর দাদা সেলভারাঘবনও তাঁকে ক্যারিয়ারের শুরুতে অনেক সাহায্য করেছিলেন। কিন্তু তাঁꦓকে সেই সবটা অস্বীকার করতে দেখেই ক্ষেপে আগুন নেটপাড়া।
আরও পড়ুন: আগের কাজের ব্যাগেজ নিয়ে আমি নতু♑ন কাজ শুরু করি না, এতে পারফর্মেন্সে প্রভাব পড়ে: বিক্রম
পাশাপাশি ধনুশ তাঁর বক্তব্যে বলেন যে, তিনি যদি জানতেন যে এ𓄧কটি বাড়ি কেনার ফলে এত জলঘোলা হবে, তবে তিনি পোয়েস গার্ডেনে বাড়ি কেনার সিদ্ধান্তই নিতেন না। এই বছরের জুনে, মাদ্রাজ হাইকোর্টে অজয় কুমার লুনাওয়াথ এবং হিমা লুনাওয়াথ ধনুশের বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করেন। নিউজ ১৮ সূত্রে খবর পিটিশনটি♛ ৫ ফেব্রুয়ারি দাখিল করা হয়েছিল। অভিযোগে দাবি করা হয়েছিল যে অভিনেতা ওই বাড়িতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত করার জন্য নাকি লোক পাঠিয়েছিলেন। শুধু তাই নয় ওই বাড়িতে থাকা ব্যক্তিদের বাড়ি ছাড়ার হুমকিও দিয়েছিলেন, দাবি করেছিলেন যে এটি তাঁর মালিকানার অধীনে। তাই ধনুশকে সম্পত্তির দখলে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখতে বাড়ির মালিক একটি আবেদন দায়ের করেছিল। এর পর অবশ্য জুলাই মাসে, ধনুশ পোয়েস গার্ডেনে বাড়িটি কেনেন।
প্রসঙ্গত, অভিনেতার 'রায়ণ' মু💞ক্তির অপেক্ষায় রয়েছে। এতে 🦹ধনুশ ছাড়াও রয়েছেন এসজে সূর্য, প্রকাশ রাজ, সেলভারাঘবন, কালিদাস জয়রাম, সুদীপ কিষাণ, ভারলক্ষ্মী শরৎকুমার, অপর্ণা বালামুরালি, এবং দুশারা বিজয়ন প্রমুখ। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।