স্টার কিডদের ছবি এবং ভিডিয়ো নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। অনেক সেলিব্রিটির সন্তান বিনোদন জগত থেকে দূরে সরে থাকলেও, তাঁরা জনপ্রিয়তায় কোনও তারকার চেয়ে কম নন। যেমন অক্ষয় কুমার এবং টুইঙ্ক🐻ল খান্নার ছেলে আরব। তিনি লাইমলাইটে খুব একটা বেশি না থাকলেও জনপ্রিয়তার দিক থেকে মোটেই কম যান না।
আরও পড়ুন: ফাঁস ইন্ডিয়ান আইডল ১৫-র বিজেতার নাম! প্রথমবার ট্রফি এল বাংলায়, মানসী জিতলেন না শুভজি🐈ৎ
অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্🍎না তাঁদের দুই সন্তানকে আলোকবৃত্ত থেকে দূরে রাখেন। কিন্তু আরব যেখানেই যান না কে💖ন, পাপারাৎজিরা তাঁর ছবি ও ভিডিয়ো ক্যামেরা বন্দি করার ক্ষেত্রে কোনও সুযোগ হাতছাড়া করেন না। সম্প্রতি আরবের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে আর তা আসতেই হয়েছে ভাইরাল। এই ভিডিয়োতে তাঁকে একটি মেয়ের সঙ্গে দেখা গিয়েছে। কিন্তু তিনি কে? তাঁর কী পরিচয়? সবটাই এখনও ধোঁয়াশা।
আরও পড়ুন: পরীক্ষার ফাঁকে মাম🤡াবাড﷽়িতে, গান শুনে কোলে নিয়ে মামীর আদর, অতনুকে বললেন, ‘ভাইকেও একটু শিখিয়ে দে… ’
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার ছেলে আরব কিছুদিন আগে হুমা কুরেশির ইদের পার্টিতে গিয়েছিলেন। সেখানে আরব সবার মন জয় করে নিয়েছ✱েন। আরবকে দেখে পাপারাৎজিরা তাঁকে ক্যামেরা বন্দি করার সুযোগ হাতছাড়া করেনি। ভিডিয়োয় দেখা গিয়ꦗেছিল আরবের পরনে ছিল কালো রঙের সাধারণ একটি কুর্তা ও সাদা পাজামা। ভিডিয়োয় আরবকে গাড়ির মধ্যে বসে হাসতেও দেখা গিয়েছিল।