কিছুদিন আগের ঘটনা। পুনেতে কনসার্ট করতে গিয়েছিলেন ডিজে আলি মার্চেন্ট। জোরে জোরে বাজছিল গান। তখন ডিজে আলি মার্চেন্টের বাজানো গানে সামনে𝔉 দাঁড়িয়ে থাকা দর্শক-শ্রোতারা মজে রয়েছেন। গানের তালে চলছিল নাচ। কিন্তু এ কী! হঠাৎ-ই কয়েক মিনিটের জন্য সেই গান থামিয়ে দেন আলি মার্চেন্ট। কারণ, রমজান মাস চলছিল, আর গানের মাঝেই আজান শোনা গিয়েছিল। সেকারণেই নিজের গান থামিয়ে দেন ডিজে আলি মার্চেন্ট। বুধবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমনই একটি ভিডিয়ো নিয়ে আলোচনা শুরু হয়।
এবিষয়ে আলি মার্চেন্ট বলেন, ‘রমজান মাস চলছিল, সেসময় আজানকে সম্মান জানানো ꦕগুরুত্বপূর্ণ। আর আমার অনুষ্ঠান আজান শুরু হওয়ার মাত্র ৩০ মিনিট আগে শুরু হয়েছিল।’ মার্চেন্ট বলেন, ‘আমি যখন গান বাজানো বন্ধ করি, তখন ভিড়ের মধ্যেও কয়েকজন ট্রোলার ছিলেন, যাঁরা বলেন, আমি ভয় পেয়েছি বলেই গান বন্ধ করে দিয়েছি। তখন আমিও চে🍰ঁচিয়ে বলি, আমি শুধু আল্লাকে ভয় করি।’
আরও𝐆 পড়ুন-দত্তক সন্তানের মা হয়েছেন, 'অগ্নিপরীক্ষা' দিয়ে ফের পর্দায় ফিরছেন মাফিন
আলি মার্চেন্ট জানান, ‘যখন আমি গান🍎 বন্ধ করেছিলাম তখন সবাই হতবাক, কেন করলাম, অনেকেই বুঝতে পারেননি। প্রযোজক থেকে শুরু করে আয়োজক সবাই হতবাক। কিন্তু শেষ পর্যন🐓্ত, সবাই সত্যকে, এবং এই পদক্ষেপকে সম্মান করেছিলেন।আলি বলেন, ‘আজানের সময় মিউজিক বন্ধ করে দেওয়া আমার ব্যক্তিগত পছন্দ। আমি প্রত্যেককেই অনুরোধ করব, এভাবে ধর্মকে সম্মান করতে। লোকজন কী ভাববে আমি সেটা ভেবে কিছু করিনি, আমার যেটা ঠিক মনে হয়েছে করেছি।’