চরিত্রের প্রয়োজনে নানান সময়ে শরীরে পরিবর্তন আনতে হয় অভিনেতাদের। পাশাপাশি সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত প্লাস্টিক সার্জেন্টের দরজায় কড়া নাড়েন নায়িকারা। তবে প্রকাশ্যে সে কথা স্বীকার করতে না-রাজ সকলেই। কেউ নিজের বাঁকা নাক সোজা করছেন, তো কেউ ঠোঁট আরও চওড়া করছেন। আরও পড়ুন-‘আমি কিছু বলতে চাই…', বেরিয়ে এসেছে ভুঁড়ি, ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্সඣ চ🤪র্চার মাঝে এ কী দশা অভিষেকের!
ত্রিশের গণ্ডি পেরোতই নাকি বোটক্সের সাহায্য নিচ্ছেন আলিয়া, এমনটাই দাবি করা হয় এক প্রতিবেদনে। অভিনেত্রী শুক্রবার সকালে ইনস্টাগ্☂র♉াম স্টোরিজে এই দাবিকে গুজব সম্বোধন করে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। বডি শেমিং-এর বিরুদ্ধে সরব হন রাহার মা।
কিছুদিন আগেই প্যারিস ফ্যাশন উইকে ১০কেজি ওজন ঝরিয়ে ব়্যাম্পে হাঁটেন আলিয়া। শুরু থেকেই চেহারা নিয়ে কম টিটকিরি শোনননি আলিয়া। বলা হয়েছে, গালের অতিরিক্ত চর্বি সার্জারি করিয়ে বাদ দিয়েছ✨েন তিনি, নাকেও হয়েছে অস্ত্রোপচার। এমনটাও বলা হয়, অপারেশনের জেরে তাঁর মুখটা আংশিক ভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। সেই সব দাবি ওড়ালেন অভিনেত্রী।
বোটক্সের গুজবে নিয়ে আলিয়ার জবাব
নোটে লিখেছিলেন যে তিনি ‘কসমেটিক সংশোধন বা অস্ত্রোপচার যারা বেছে নেন, সেটা দিয়ে আমি কাউকে বিচার করি না। সেটা তাঁদের ব্যক্তিগত অভিরূচি। কিন্তু এটা কী হচ্ছে! সমাজমাধ্যমের কিছু ভিডিয়োয় দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ 🅺ব🧸েঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।…..এটি আপনার মানুষের মুখের মনগড়া কথা, যার কোনও ভিত্তি নেই। এবং এখন আপনি আত্মবিশ্বাসের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যা চারপাশে তুলে ধরছেন, দাবি করছেন যে আমার নাকি একদিক পক্ষাঘাতগ্রস্ত? আমার সাথে মজা করা হচ্ছে?'
রণবীর ঘরণী &n🙈bsp;আরও যোগ করেছেন যে এগুলি ভিত্তিহীন অভিযোগ যা প্রমাণ ছাড়াই করা হয়েছিল। তিনি লেখেন,'এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নে🐓ই। যুক্তি নেই। সবচেয়ে খারাপ কি জানেন, আপনি তরুণ, সংবেদনশীল মনকে প্রভাবিত করছেন যারা আসলে এই আবর্জনা বিশ্বাস করতে পারে। আপনি কেন করছেন, ক্লিকবেইটের জন্য? সাবধান…'।
দু'বছর আগে মেয়ের জন্ম দিয়েছেন আলিয়া। ৩১ বছর বয়সী আলিয়া আরও বলেন, মহিল🍨াদের প্রায়শই তাদের শরীর দিয়ে বিচার করা হয়,চলে অবিরাম কাটাছেঁড়া। বাদ যায় না হবু মায়ের বেবি বাম্পও। তিনি বলেন, ‘আসুন ইন্টারনেটে মহিলাদের বিচার এবং অবজেক্টিফাই করা হ💮য় এমন অযৌক্তিক লেন্সগুলি সম্বোধন করার জন্য এক মিনিট সময় নেওয়া যাক - আমাদের মুখ, শরীর, ব্যক্তিগত জীবন, এমনকি মহিলাদের স্ফীতোদর নিয়ে নানা মানুষের নানা মন্তব্যের প্রতিবাদ করা যাক। আমাদের ব্যক্তিস্বাতন্ত্র্যকে উদযাপন করা উচিত, এটিকে মাইক্রোস্কোপের নীচে ছিন্নভিন্ন করা উচিত নয়।'
আলিয়া আরও যোগ করেছেন 'দুঃখজনক ﷺঅংশ' হ'ল 'এই কটূক্তির অনেকটাই অন্য মহিলাদের কাছ থেকে আসে'। অভিনেত্রী আক্ষেপ করে বলেন, ‘আমরা একে অপরকে নীচু করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে এটি প্রায় স্বাভাবিক হয়ে গেছে।’
আলিয়ার আসন্ন প্রোজেক্ট
আলিয়াকে সম্প্রতি ভাসান বালার থ্রিলার জিগরাতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর জেরেও কম সমালোচনায়বিদ্ধ হননি করণ জোহরের মানস-পুত্রী। আগামিতে রণবীর ও ভিকি কৌশলের সঙ্গে বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দে⛦খা যাবে তাঁকে। এছাড়াও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রোজেক্ট ‘জি 💟লে জারা’ও হাতে আছে আলিয়ার।