আলিয়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল তারকাদের মধ্যে একজন। গত ১১ অক্টোবর আলি🐷য়ার সর্বশেষ সিনেমা ‘জিগরা’ মুক্তি পেয়েছে ജপ্রেক্ষাগৃহে। তবে এই সিনেমাটি নিয়ে যতটা আশাবাদী ছিলেন পরিচালক বা প্রযোজক ঠিক ততটাই মুখ থুবড়ে পড়েছে এই সিনেমাটি।
গত সপ্তাহে মাত্র ২২.৪৫ কোটি টাকা আয় করেছে এই সিনেমাটি। এটি আলিয়ার কেরিয়ারের সবচেয়ে খারাপ ‘প্রথম সপ্তাহ’গুলির মধ্যেও একটি। এর আগে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হাইওয়ে’ ছবিটি প্রথম সপ্তাহে ২২.৩৯ কোটি টাকা আয় করেছিল। অর্থাৎ দুটি সিনেমার মধ্যে মাত্র ৬ লক্ষ টাকার পার্থক্য রয়েছে।🍌 কোনও রকমে ‘হাইওয়ে’কে টপকাতে পেরেছে এই ছবি। না হলে হয়তো আলিয়ার কেরিয়ারের সবচেয়ে খারাপ ‘প্রথম সপ্তাহ’ হিসাবে চিহ্নিত হয়ে থাকত এটি। পাশাপাশি এটাও মনে রাখা দরকার, ‘হাইওয়ে’র বাজেট সম্পর্কে শোনা গিয়েছিল, সেটি মাত্র ২৫ কোটি। সেখানে ‘জিগরা’র বাজেট নাকি প্রায় ৮০ কোটি টাকা। ফলে দু’টির মধ্যে তুলনাও চলে না।
আরও পড়ুন: (🥀মুনওয়াক কার্তিকের, সঙ্গে পিটꦆবুলের র্যাপ! মুক্তি পেল ভুল ভুলাইয়া ৩-এর টাইটেল সং)
আরও পড়ুন: (ফের পিছল ল🅰াভ অ্যান্ড ও♛য়ার ছবির শ্যুটিং! আলিয়া-রণবীরের ছবির কাজ কবে থেকে শুরু হচ্ছে?)
বক্স অফিসে শুরু জিগরার ধুম
ছবিটি রিলিজের দিনে, ভাসান বালা-পরিচালিত জিগরা ভারতে মা🤡ত্র ৪.৫৫ কোটি সংগ্রহ করেছে, যা খুবই কম অঙ্ক। অপরদিকে, রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি-র কমেডি ফিল্ম ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো, একই দিনে মুক্তি পেয়ে জিগরাকে ছাপিয়ে ৫.২৫ কোটি সংগ্রহ করেছে। জিগরা-র মুক্তির দিন বিশ্বব্যাপী সংগ্র♔হও ছিল মাত্র ৭.৪৫ কোটি। অ্যাকশন ড্রামা এই ছবি শনিবার ৪২ শতাংশ বেশি রোজগার করে। অর্থাত্ ৬.৫০ কোটি টাকা লাভ করেছে এইদিন। কিন্তু এটিও আশানুরূপ নয়।
জিগরার আগে, শুধুমাত্র আলিয়া ভাটের একটি ছবি মুক্তির দিনে ৫ কোটির কম আয় করেছিল এবং সেটি ছিল হাইওয়ে। ২০১৪ সালে ইমতিয়াজ আলির ছবিটি ৩.৪৮ কোটিতে ওপেন করে। তারপর থেকে, কাপুর অ্যান্ড সন্স বাদে আলিয়ার সমস্ত ফিল্ম কমপক্ষে ৭ কোটি বা তার বেশি আয় করেছে। আলিয়ার কেরিয়ারের এক༺মাত্র দুটি ফ্লপ ছবি শানদার এবং কলঙ্ক, কিন্তু উভয়েরই যথাক্রমে ১৩.১০ কোটি এবং ২১.৬০ কোটির বেশি ওপেনিং পেয়েছিল। এমনকী কোনও পুরুষ তারকা ছাড়া আলিয়ার একক চলচ্চিত্রের সবগুলোই ভালো ফল করেছিল। রাজি ৭.৫৩ কোটি টাকা, ডিয়ার জিন্দেগি ৮.৭৫ কোটি এবং গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি করোনাকালীন পরিস্থিতিতে মুক্তির দিনেও ১০.৫𒊎০ কোটি ঘরে তুলতে সক্ষম হয়।