এবারের লোকসভা নির্বাচনে যেন ঘটনার ঘনঘটা চারিদ﷽িকে! চমক দিয়ে দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাঁকে প্রার্থীও করেছে। হুগলি কেন্দ্রে তিনি বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। শুরু করে দিয়েছেন প্রচার। কিন্তু এসব তো বাসি খবর। ভাবছেন নতুন কী আছে? রচনা যখন তৃণমূলে তখন তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন পদ্ম শিবিরে। শুধু তাই নয়, পেলেন লোকসভার টিকিটও। কিন্তু কে এই সিদ্ধান্ত মহাপাত্র। কেমন ছিল রচনার সঙ্গে তাঁর সম্পর্꧅ক?
রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন স্বামীর সম্পর্ক
রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ান শোয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। তিনি বাংলার ঘরে ঘরে এখন দিদি নম্বর ওয়ান বলেই পরিচিত। তাঁর শোতে এসে সকলে নিজেদের জীবন, সংসারের কথা বললেও রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু জানা যায় না। রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমে বিয়ে করেন ওড়িয়া সিনেমার বিখ্যাত অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রকে। তাঁরা একত্রে বহু ছবিতে কাজ করেছেন। জানা যায় প্রায় ৪০টি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সেই কাজের সূত্রেই তাঁদের আলাপ এবং প্রেম। যদিও তাঁদেরꦉ সেই সম্পর্ক সুখের হয়নি। ভেঙে যায় বিয়ে। ২০০৪ সালে আলাদা হন তাঁরা। পরবর্তীতে রচনা বন্দ্যোপাধ্যায় প্রবাল বসু নামক একজনকে বিয়ে করেন ২০০৭ সালে। কিন্তু সেই বিয়েও সুখের হয়নি। তবে দ্বিতীয় বিয়েতে আর ডিভোর্স নেননি অভিনেত্রী। স্বামীর থেকে আলাদা থাকেন। ২০১৬ সাল থেকে আলাদা থাকেন তাঁরা। তবে, ছেলের জন্যই নাকি তিনি ডিভোর্স নেননি। রচনা এবং প্রবালের সন্তানের নাম প্রণিল বসু। তাঁর কথা অভিনেত্রী মাঝে মধ্যেই দিদি নম্বর ওয়ানে বলে থাকেন।
আরও পড়ুন: 'ওর মতে আমি সংসদেই বিলং করি', নির্বা♌চনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ?
শ্বাশত চট্টোপাধ্যায় পরিচালিত শো অপুর সংসারে এসে যদিও রচনা তাঁর সংসার ভাঙার দায় নিজের কাঁধেই নিয়েছিলেন। কোনও স্বামীকেই দোষ দেননি। বলেছিল✃েন, 'আমি ম্যারেড। হ্যাপিলি ম্যারেড বলা যায় না। আমার মনে হয় স্ত্রী হিসেবে যে গুণগুলো থাকা দরকার, ভালো ভাবে সংসার করার জন্য, তা আমার নেই। বরের সঙ্গে প্রচুর মানিয়ে নিলে হয়তো আদর্শ বউ হতে পারতাম। সেটা হয়তো করতে পারিনি। সবার তো নিজের একটা চিন্তাভাবনা থাকে। ভাবি আমার এটা ঠিক। অন্যজন ভাবে 🎶আমারও এটাই ঠিক।'
প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র কিন্তু অভিনেতা হওয়ার পাশাপাশি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। সিদ্ধান্ত মহাপাত্র বহুদিন ধরেই রাজনীতিতে রয়েছেন। ওড়িশার শাসক দল বিজেডির হয়ে দু'বার সাংসদও নির্বাচিত হয়েছেন তিনি। ২০০৯ ও ২০১৪-তে বিজেডির হয়ে ভোটে জেতেন। তবে ২০১৯-এ আর টিকিট পাননি। তবে শুধু সিদ্ধান্ত মহাপাত্র নন, বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কটকের ৬ বারের๊ সাংসদ ভর্ত্রিহরি মেহতাব। মনে করা হচ্ছে ওড়িশায় নির্বাচনে নবীন পট্টনায়েকের দল বিজেডিকে বড় ধাক্কা দিতে চলেছে বিজেপি।
আরও পড়ুন: রিল লাইফ পুত্রবধূকেই ছেলের বউ করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিম💞া বললেন, 'বাস্তবে উনি...'
প্রাক্তন স্বামীর জন্য কী বললেন রচনা?
এদিন প্রচারের ফাঁকে যখন রচনা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন যে তাঁর প্রাক্তন স্বামী বিজেপিতে যোগ দিয়েছেন তখন অভিনেত্রী বলেন, 'আমার অনেক শুভেচ্ছা। তবে আমি এখন হুগলিবাসীর কথাই বলব। সেটা বাদে কে কী করছে, তা চিন্তা করার সময় ꦰআমার নেই।’ হুগলির উন্নয়নই তাঁর প্রাথমিক লক্ষ্য় বলে জানান তিনি।'