অনুরাগ বসুর পরিচালনায় কিংবদন্তি অভিনেতা-গায়ক কিশোর কুমারের বায🌺়োপিকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন আমির খান। গুঞ্জনটি হল আমির এই নিয়ে প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে আলোচনাও করছেন।
কিশোরের ছেলে গায়ক অমিত কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই চরিত্রের জন্য আমিরকে দেওয়া প্রস্তাব স🅰ম্পর্কে অবগত কিনা। তাতে তিনি হি🉐ন্দুস্তান টাইমসকে জানান, ‘কিছুই চূড়ান্ত হয়নি। আমাদের লিগ্যাল টিমের আদেশ অনুযায়ী আমরা কোনো অগ্রগতি উল্লেখ করতে পারি না।’
এর আগে পিঙ্কভিলা একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, ‘কিশোর কুমারের বায়োপিক অনুরাগ বসু এবং ভূষণ কুমারের হৃদয়ের খুব কাছের একটি বিষয়। আমিরও কিশোর কুমারের বড় প্রশংসক এবং বসুর ( অনুরাগ) দৃষ্টিভঙ্গি প🎉ছন্দ করেছেন।’
আরও পড়ুন: সলমন খান হুমকি মামলা: ৫ কোটি টাকা দাবি করার জন্য জামশেদপুরের সবজি ﷺবি♋ক্রেতাকে আটক
চলচ্চিত্র নির্মাতা বিষয়টিকে খুব ভিন্নভাবে ট্রিট করেছেন এবং এটিই আমিরকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। সূত্রটি আরও বলেন, ‘আমির ছয়টি ছবিকে বিবেচনায় নিয়েছেন। কিশোর কুমারের বায়োপিক, (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) উজ্জ্বল নিগম বায়োপি♕ক এবং (চলচ্চিত্র নির্মাতা) রাজকুমার সন্তোষীর কমেডির স্ক্রিপ্ট লক করা হয়েছে। সঙ্গে গজনি ২, (চলচ্চিত্র নির্মাতা) লোকেশ কানাগরাজের পরবর্তী এবং জোয়া আখতারের পরবর্তী ছবিগুলি আলোচনার পর্যায়ে রয়েছে। এই ৬টি ছবির মধ্যে তিনি নিশ্চিতভাবে তিনটি করবেন এ♚বং বাকি তিনটিকে ছেড়ে দিতে পারেন।’
প্রথমে শোনা গিয়েছিল, কিশোর কুমারের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। মাঝে শোনা গিয়েছিল, কিশোর কুমারের পরিবারের তরফ থেকে বায়োপিক করা নিয়ে কোনও অনুমতি আౠসছিল না। এক সাক্ষাৎকারে এর আগে অমিতকে বলতে শোনা গিয়েছিল, ‘কিশোর কুমারকে ওর পরিবারের লোকই সবচেয়ে ভাল চেনে। তাই কিশোর কুমারের বায়োপিক তাঁর পরিবারের হাতে তৈরি হলেই দর্শক কিশোর কুমারের জীবনকে ঠিকভাবে দেখতে পাবেন।’ এখন দেখার কী হয় ভবিষ্যতে!
আরও পড়ুন: ভাইয়ের বউ আলিয়ার না🐷ম উঠতেই রণবীরের দিদি 🧸ঋদ্ধিমা বললেন, ‘রোজ ফোন করি না, আসলে…’!
এদিকে সামনে আসছে গজনি ২-তে অভিনয়ের জন্য নাকি শর্ত রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট। প্রযোজক অল্লু অরবিন্দ এবং মধু মন্টেন﷽ার সঙ্গে এই ছবি নিয়ে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন তিনি। ছবির গল্প বেশ পছন্দই হয়েছে আমিরের তবে চিত্রনাট্যের কয়েকটি জায়গায় আরও একটু ঘষামাজা করা প্রয়োজন বলে জানিয়েছেন। আর সেটা মেনেও নেওয়া হয়েছে।