তিনি বলিউডের 'শাহেনশা', বিগ বি-র খ্যতি বিশ্বজোড়া। দেশ-বিদেশের বহু মানুষই তাঁকে চেনেন💖। তবে অমিতাভ যে সুদূর আফগানিস্তানে তালিবানদের কাছেও পরিচিত, তা কে আর জান▨ত! হ্যাঁ, ঠিকই শুনছেন অমিতাভকে তালিবানরাও চেনেন। শুধু চেনেনই না. পছন্দও করেন।
সম্প্রতি তালিবান জনসংযোগ বিভাগ তাদের অফিসিয়াল 'এক্স' (টুইটার) ♈হ্যান্ডেলে সর্বশেষ পোস্টে অমিতাভের প্রশংসা করেছে। এতে আরও উল🦩্লেখ করা হয়েছে যে, তিনি যে একজন সম্মানসূচক আফগান নাগরিক তা হয়ত মাত্র কয়েকজন মানুষই জানেন। পোস্টে লেখা হয়েছে, ‘যখন তিনি ১৯৮০-এর দশকে আমাদের মহিমান্বিত দেশে পরিদর্শন করেছিলেন, তখন রাষ্ট্রপতি নাজিবুল্লাহ তাঁকে এই বিশিষ্ট সম্মান প্রদান করেছিলেন।’ তালিবানের জনসংযোগ দফতার দাবি করেছে বলিউড অভিনেতা আফগানিস্তানের সঙ্গে 'সুন্দরভাবে যুক্ত'।
প্রসঙ্গত, ১৯৯২তে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের 'খুদা গাওয়া' ছবির শ্যুটিং হয়েছিল আফগানিস্তানে। এছাড🧸়াও 'কাবুল এক্সপ্রেস' সহ একাধিক ছবির শ্যুটিং হয়েছিল আফগানিস্তানে। যꦦদিও বর্তমানে আফগানিস্তান এখন তালিবান শাসনের অধীন রয়েছে।
আরও পড়ুন-অভিনয়, ফুটবল নাকি সিনেমা বানাতে চায় তৃষাণজিৎ! ছেলেকে🎃 নিয়ে কী 𝔍বললেন 'বুম্বাদা'?