ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের ডিভোর্স চর্চা নিয়ে গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে বচ্চন পরিবার। গত মাসেই অভিষেকের সঙ্গে ১৭তম বিবাহবার্ষিকীতে আদুরে ছবি পোস্ট করে বিচ্ছেদ জল্পনায় খানিক লাগাম টেনেছেন অ্যাশ। তবুও শাশুড়ি-ননদের সঙ্গে বচ্চন বধূর ঝামেলা নিয়ে কানাঘুষো থামেনি। এতকিছুর মাঝেও বাবা-ছেলের সম্পর্ক কিন্তু অটুট! ‘পা’ (অমিতাভকে এই নামেই ডাকেন অভিষেক) অন্তপ্রাণ জুনিয়র বচ্চন, আর এবার বাবাকে বিশেষ উপহার দিল ছেলে। বুধবার বর্ষীয়ান অভিনেতা হেডসেট পরা নিজের একটি ছবি শেয়ার করেছেন। নিজের ইনস্টাগ্রাম ক্যাপশনে তিনি লিখেছেন, অভিষেক বচ্চনের হাত ধরেই 'অ্যাপল ভিশন প্রো'র সঙ্গে তার পরিচয় ঘটল। নীল প্রিন্টেড জ্যাকেট পরা ৮১ বছরের ‘তরুণ তুর্কি’ অমিতাভ। অভিনেতা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও... অ্যাপল ভিশন প্রো... সিম্পলি বিয়ন্ড দ্য বিয়ন্ড…, এই ‘বেবি’কে চোখে দেওয়ার পর পর্দায় কিছু দেখার অভিজ্ঞতা আর আগের মতো থাকবে না। অভিষেক এর সঙ্গে আমার পরিচয় করালো….'। অমিতাভের নয়া ৩ লাখি অ্যাপল গ্যাজেটঅমিতাভ বচ্চন ভীষণরকম টেক-স্যাভি মানুষ। আশির গণ্ডি পার করা তারকা নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। এক্স থেকে ইনস্টাগ্রাম, সবেতে তাঁর উজ্জ্বল উপস্থিতি। জানা যাচ্ছে, অ্যাপলের তরফে সদ্য লঞ্চ করা এই গ্যাজেট ভিশন প্রো (২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ)-র দাম ৩,৪৯৯ মার্কিন ডলার (প্রায় ২.৯ লক্ষ টাকা) থেকে শুরু। এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পেয়ে উচ্ছ্বসিত অমিতাভ। অমিতাভ বচ্চনের এক ভক্ত মন্তব্য করেছেন, 'অ্যাপল ভিশন প্রো'র সঙ্গে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। ' আরেকজন লিখেছেন, 'সুপারস্টারের দারুণ ছবি!' অনেকে মজা করে লিখেছেন, ‘স্যার এবার আপনি রেখাজিকে খুব কাজ থেকে দেখতে পাবেন, জয়াজি জানতেও পারবেন না’। অমিতাভ এখন ব্যস্ত দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘বেট্টায়ন’-এর কাজ নিয়ে, ৩৩ বছর পর এই ছবির হাত ধরে ফের একসঙ্গে শাহেনশা ও থালাইভা। টিজে জ্ঞানভেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে রজনীকান্তের ৭৩তম জন্মদিনে। ছবির সেট থেকে দুই সুপারস্টারের ছবি রীতিমতো ভাইরাল। এর আগে, তারা আন্ধা কানুন (১৯৮৩) এবং গ্রেফতার (১৯৮৫)-এর মতো ছবিতে একসাথে অভিনয় করেছিলেন তাঁরা। তাদের একসঙ্গে শেষ ছবি ছিল হাম, যা ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।এছাড়াও প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের সঙ্গে সাই-ফাই ছবি 'কল্কি ২৮৯৮' ছবিতে দেখা যাবে অমিতাভকে। ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি ভবিষ্যতে সেট করা একটি পৌরাণিক কাহিনী-অনুপ্রাণিত এই সাই-ফাই এক্সট্রাভাগানজা পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন।