আগেই জানা গিয়েছিল যে মাসের একদম শুরুর দিনই মহাℱমিছিলের ডাক দেওয়া হয়েছে। তারকারা অনেকেই সেই পোস্টার শেয়ার করেছিলেন। এদিন যথাসময়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল এগোতে শুরু করে।
আরও পড়ুন: ৮৬ বছরে থামল সুর, না ফেরার দেশে অ্যাকর্ডিয়ন শিল্পী 'বেবিদ🅠া' প্রতাপ রায়, শোকজ্ঞাপন সঙ্গীতশিল্পীদের
কলেজ স্কোয়ার টু ধর্মতলা মহামিছিল
এদিন দুপুর ৩ টের ক𓆏িছু পর কলেজ স্কোয়ার থেকে মহামিছিল শুরু হয় আমরা তিলোত্তমার ডাকে। সেই মিছিলে এসে একে একে যোগ দিয়েছেন অꦏপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখের মতো তারকারা। চৈতি ঘোষাল এদিন এই মিছিলে যোগ দিয়ে জানিয়েছেন তিনি কোনও তারকা হয়ে নয়, বরং একজন সাধারণ মানুষ হিসেবে পথে নেমেছেন। মাইক হাতে কপালে পট্টি বেঁধে সামনে থেকে এদিন মিছিলকে নেতৃত্ব দেখা যায় সোহিনী সরকারকে।
না, কেবল তারকারা নন। এদিন বিপু♍ল সংখ্যায় পথে নেমেছেন সাধারণ মানুষ। সক♏লেরই একটাই দাবি আরজি করের নির্যাতিতার বিচার চাই। আর We want justice এ দাবি থেমে নেই। এবার সেটা We Demand Justice এ পরিণত হয়েছে। ক্ষোভে ফুটছে আম আদমি।
কেবল বড়রা নয়। এদিন মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে বহু খুদেকেও। যোগ দিয়েছেন রূপান্তরকামী নারীরাও। তবে এই মহামিছিল থেকে꧙ যে কেবলই আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে স্লোগান উঠছে তাই নয়। একই সঙ্গে দাবি রাখা হবে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। মাথায় বেগুনি পট্টি দেখা গিয়েছে এদিন প্রতিবাদীদের।
আরও পড়ুন: 'মুম্বই করে বলে এখানেও করতে হবে?' টলিউডের বিরুদ্ধে 'অভিমান' প্রকাশ কুণালের, জবাবে কী বললেꦜন পরমব্রত?