চলে গেলেন বাংলার জনপ্রিয় অ্যাকর্ডিয়ন শিল্পী বেবি দা ওরফ🍷ে প্রতাপ রায়। তিনি সঙ্গীত জগতের কাছে বেবি দা নামেই পরিচিত ছিলেন। রবিবার, ১ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। বর্ষীয়ান শিল্পীর পরিবারের তরফে জানানো হয়েছে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে প্রতাপ রায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।
আরও পড়ুন: জনের চেষ্টা𓆉তেই ডুরান্ড কাপ জয় নর্থ ইস্টের! অভিনেতাকে নিয়ে মাঝ মাঠেই উচ্ছ্বাসে 🎀ভাসলেন খেলোয়াড়রা
জানা যায় কিছুদিন আগে পড়ে গিয়েছিলেন শিল্পী। পড়ে যাওয়ায় কোমরে চোট পেয়েছিলেন তিনি। আর সেই কারণেই বহুদিন শয্যাশায়ী ছিলেন। তবুও সেই অবস্থাতেও তিনি ক্লাস বন্ধ করেননি কখনও। ছাত্রদের অ্যাকর্ডিয়নের পাঠ পড়াতেন। শিল্পী কল্যাণ সেন বরাট জানিয়েছেন সেই সময়েও তিনি ২৭-২৮ জন ছাত্র ছাত্রীদের অ্যাকর্ড🤪িয🌳়ন শিখিয়েছেন।
প্রতাপ রায়ের মৃত্যুর পর আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ সেন বরাট জানিয়েছেন, 'ওঁর বয়স হয়েছিল এটা ঠিক। কিন্তু তাঁর শিল্পের উপর বয়সের কোনও ছাপ পড়েনি। এই বয☂়সেও দারুণ পিয়ানো বাজাতেন। ওঁর মৃত্যুতে একটা যুগের অবসান ঘটল।' তিনি আরও বলেন, 'গত ৪০ বছর ধরে উনি আমার সহযোগী ছিলেন। শিক্ষক হিসেবেও ওঁর ভীষণ নাম ছিল। অনেক বড় মাপের মানুষ ছিলেন। বয়স হলেও নিজের কাজে খুব সক্রিয় ছিলেন।'
জানা গিয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়🧔ের সঙ্গে ৪২ বছর অ্যাকর্ডিয়নে সঙ্গত দিয়েছেন বেবি দা। মান্না দের সঙ্গেও প্রায় ৩৬ বছর💖 কাজ করেছেন তিনি। কেবল বাংলার শিল্পী নয়, বলিউডের মহম্মদ রফি, মুকেশের মতো শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন প্রতাপ রায়।
আরও পড়ুন: 'মুম্বই করে বলে এখাꦛনেও করতে হবে?' টলিউডের বিরুদ্ধে 'অভিমান' প্রকাশ কুণালের, জবাবে কী বললেন পরমব্রত?