সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বহু পর্যটক ঘুরতে গিয়ে এখনও আটকে আছেন পাহাড়ে൩। ৮ সেনা সহ ৫৫জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। পড়শি রাজ্যে আটকে থাকা পরিজনদের চিন্তায় সমতলের মানুষেরও ঘুম▨ উড়েছে। মাকে নিয়ে সিকিমে ঘুরতে গিয়েছিল বাংলার মেয়ে, সারেগামাপা-খ্যাত অনন্যা চক্রবর্তীও।
অনেকেই চিন্তা করছিলেন অনন্যার জন্য। নিজের ভালো থাকার খবর দিলেন গায়িকা। ফেসবুকে লিখলেন, ‘আমি সিকিমে আছি, কিন্তু নিরাপদ আছি। হটাৎ করেই প্ল্যান করে মাকে নিয়ে সিকিম চলে আসি, সেদিন রাতেই তিস্তার বন্যা হয়। যেহেতু আমি ওয়েস্ট সিকিম অর্থাৎ পেলিংয়ে রয়েছি, তাই এখানকার রাস্তা দু'-এক জায়গায় ধস নামা চড়া তেমন কিছু ক্ষতি হয়নি। তবে গতকাল অনবরত বৃষ্টি হয়েছে, আজ আকাশ একদম পরিষ্কার।’ আরও পড়ুন: ‘কেন যে এরকম বিচ্ছিরি𝄹 গান বানাল!’, এআর রহমানের ‘চিগি উইগি’-র বদনাম সোনু নিগমের
সঙ্গে জানান, ‘আমরা দার্জিলিং-এর উদ্দেশে রওনা হচ্ছি, সেখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট। অনেক মানুষ গতকাল থেকꦜে খুব চিন্তিত হয়ে আমায় মেসেজ করছেন, কল করে খবর নিচ্ছেন, তাই এখানেই বিস্তারিত জানিয়ে রাখলাম। ধন্যবাদ।’
অনন্যা যারা সিকিমে আটকে আছেন এখনও তাঁদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আরও লেখেন, ‘গ্যাংটক, লাচেন, লাচুংয়ে আটকে পড়া মানুষদের সাহস আর ভালোবাসা পাঠাচ্ছি। চিন্তা কোরো না কেউ। মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিয়ো। মা দুর্গা সকলকে রক্ষা করুন’। আরও পড়ুন: ‘কোনও তুলনাই নেই…’! জামাই সৌরভ না বৌমা ডোনা, কে বেশি ভালো? অবাক করা জবাব দা♏দার