চাঙ্কি পান্ডের স্ত্রী হওয়ার পাশাপাশি ভাবনা পান্ডে একজন অভিনেত্রী। ‘ফ্যাবলাস লাইভস বনাম বলিউড ওয়🍰াইভস’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। একজন তারকা স♉্ত্রী হওয়ার অভিজ্ঞতা কেমন তিনি সম্প্রতি শেয়ার করেছিলেন সিদ্ধার্থ কান্নারের একটি চ্যাট শোতে এসে।
সিদ্ধার্থের ꩲসাথে নিজের ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে ভাবনা বলেন, ‘বিয়ের পর সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আমার বিয়ে ঠিক ৯ মাস ১৬ দিন পর জন্ম নেয় অনন্যা। এটি সম্পূর্ণ অপরিকল্পিত ছিল। তবে বিয়ের পরেই মা হওয়ার ক্ষেত্রে সাধারণত যে সমস্যা তৈরি হয় তা কোনওটাই হয়নি আমার। আমার স্বামী সবদিক থেকে আমাকে সাপোর্ট করেছিল।’
(আরও পড়ুন: ম🌼াঝের ঝুঁটি বাঁধা মেয়েটাকে চিনতে পারছেন? দিদির দেখানো পথেই এসেছেন বি-টাউনে, কে🅠 বলুন তো?)
(আরও পড়ুন: 'থেরাপি নিয়েছিলাম…'💜 অনন্যা ෴পান্ডেকে নিয়ে করা ট্রোলিংয়ের প্রভাব পড়েছিল তাঁর মায়ের উপর! মুখ খুললেন ভাবনা)
♚ ভাবনা আরও বলেন, ‘আমার এখনও মনে আছে চাঙ্কির ব্যাপারে বাবাকে কিছু বলারꩲ সাহস ছিল না আমার। আমি প্রথমে আমার মাকে বলেছিলাম ওর ব্যাপারে। আমি বলেছিলাম, আমি ওকে বিয়ে করতে চাই। আমার বাবা-মার প্রথমে চমকে গিয়েছিল। তবে পরে বাবা মার সম্মতিতেই আমার বিয়ে হয়েছিল। আমি সৌভাগ্যবতী যে কম বয়সে বিয়ে হলেও আমি ভুল সিদ্ধান্ত নিইনি।’
(আরও পড়ুন: দুর্ঘটনা নয়, জেন෴ে বুঝেই গুলি চালানো হয়েছিল গোবিন্দাকে, ভেবেছিলেন শিল্পা! সন্দেহের তালিকায় ছিলেন কে?)
(আরও পড়ুন: ইন্ডিয়া🌱ন আইডলের মঞ্চে না থেকেও ময়ূরীর জন্য উপহার শ্রেয়ার! ভিডিয়ো কলেই গাইলেন কোন গান?)
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ সিনেমার মাধ্যমে ব⛦লিউডে পদার্পণ করেন অনন্যা পান্ডে। সম্প্রতি ‘কল মি বে’ নামক একটি সিরিজে অভিনয় করতে দেখা গেছে অনন্যাকে। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় সম্প্রচারিত এই সিরিজে অনন্যার অভিনয় সত🌠্যি চোখে পড়ার মতো। এই সিরিজটির দ্বিতীয় সিজনেও অনন্যাকে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে এই বছর অনন্যা অভিনীত CTRL বেশ চর্চায় রয়েছে।