কাঠমাণ্ডু নয়, এবার যত কাণ্ড ঘটবে কলকাতাতেই! হ্যাঁ, একদমই তাই, তাও আবার শহরের জন্মদিনে🔯। ভাবা যায়! সবটা পড়ে হতবাক বনে গিয়েছেন? ভাবছেন কী এসব? সত্যজিৎ রায় তো ফেলু মিত্তিরের গল্পের প্লট হিসেবে কাঠমাণ্ডুকে বেছেছিলেন, তাহলে কলকাতা এল কোথা থেকে? তাহলে জানাই এই সমস্ত কাণ্ড কারখানার নেপথ্যে আছেন পরিচালক অনীক দত্ত। তাঁর পরিচালনাতেই ঘটবে 🥂যা কিছু অঘটন, কিন্তু কী সেটা এখনও ঠিক স্পষ্ট নয়।
এখনও বুঝলেন না? আসলে, ‘যত কাণ্ড কলকাতাতে’ই নামক একটি নতুন বাংলা ছবি আসছে। আর সেটার ঘোষণা করা 💛হল সদ্য। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে প্রথম পোস্টারও। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আবির চট্টোপাধ্যায়।
ছবির পোস্টারে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের পাশে একজন মহিলা। তাঁরা দুজনেই অবাক হয়ে উপরের দিকে তাকিয়ে আছেন। আর পিছনে কলকাতার ট্রাম থেকে গাড়ি, ট্যাক্সি, বাড়ি সহ সবই দেখা যাচ্ছে। একেবারে জমজমাট শহর যাকে বলে আর কী! এমন অবস্থায় শহরেই ঘটবে কি♏ছু কাণ্ড। ‘যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস’-এ এখন কী কী ঘটে সেটাই দেখার পালা।
আরও পড়ুন: হাজির পুজোর ছবির পোস্টার, আবির-মিꦉমি অভিনীত রক্তবীজে এত মুখোশ কেন
ছবির পরিচালনা করছেন অনীক দত্ত। গল্পও তাঁর। দেবজ্যোতি মিশ্র গানের দায়িত্ব সামলাবেন ছবির। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে থাকবেন সপ্তর্ষি মজুমদার। সুচিস্মিতা দাশগুপ্ত অভিনেতা, অভিনেত্রীদের কস্টিউম ডিজাইন করবেন আনন্দ আঢ্য থাকবেন আর্ꦚট ডিরেকশনে। ইন্🧜দ্রনাথ মারিক এবং অর্ঘ্য কমল মিত্র যথাক্রমে ক্যামেরা এবং এডিটিংয়ের দায়িত্ব সামলাবেন। এটির প্রযোজনার দায়িত্বে আছে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং বিগ স্ক্রিন প্রোডাকশন।
তবে এই ছবি কিন্তু এই বছর মুক্তি পাচ্ছে না। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের পুজোর সময় মুক্তি পাবে এই ছবি। ফলে দর্𝄹শকদের এই ছবির জন্য বেশ অনেকদিনই ধৈর্য ধরতে 𒁃হবে!