আবারও খবরে🗹 শিরোনাম ছিনিয়ে নিল পান মশলার বিজ্ঞাপন। বড় বড় ব্র্যান্ডগুলিতে তারকাদের মুখ দেখানো হয়, যাতে গ্রাহকদের কাছে সেটি আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। ঠিক তেমনি পান মশলার বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমারদের। তবে এইরকম বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে ‘না’-ও বলেছেন অনেকেই, যার মধ্যে যোগ হলো অনিল কাপুরের নাম।
তামাকꩲজাত পণ্যের বিজ্ঞাপনে অভিনয় করার ফলে বিতর্কে জড়িয়ে ছিলেন একাধিক তারকা। তারকাদের দ্বারা অভিনীত বিজ্ঞাপন যেহেতু যুব সমাজকে প্রভাবিত করে, তাই কোনও প্রকার নেশার বিজ্ঞাপনে তারকাদের কাজ করাকে নিয়ে বিতর্ক উঠেছিল একসময়। তবে অনেকেই আছেন যারা নেশার দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখাতে চান না, ঠিক তেমনি একজন অভিনেতা হলেন অনিল কাপুর।
(আরও পড়ুন: '♚সম্পর্কে ছিলাম, মানতে আজ আর লজ্জা নেই', কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কুনিকা সদানন্দ)
সম্প্রতি একটি জনপ্রিয়পান মশলার ব্র্যান্ডের ১০ কোটি টাকার চুক্তি প্রত্যাখ্যান ক🐼রলেন অভিনেতা। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি এমন কোনও পণ্যের প্রচার করতে চান না, যা যুব সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফ্যানদের ওপর একটি দায়িত্ববোধ থেকেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন অনিল কাপুর। তবে শুধু অনিল কাপুর নন, আরও এমন অনেক তারকা রয়েছেন যারা এর আগে পান মশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
কার্তিক আরিয়ান: এই বছর🧜ের শুরুতে সুপারি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করতে মানা করে দেন কার্তিক আরিয়ান। তিনি জানিয়েছিলেন, যে কোনও মাদকজাত বিজ্ঞাপনে মুখ দেখাতে তিনি একেবারেই নারাজ। এটি পুরোপুরি তাঁর ব্যক্তিগ༒ত মতামত।
আল্লু অর্জুন: দক্ষিণী অভিনেতা গত বছরের ডিসেম্বরে জানিয়েছিলেন, যেহেতু তিনি সিনেমায় ধূমপান বা মদ্যপান করেন, তাই ব্র্যান্ডগুলি চেয়েছিল তাদের ব্রান্ডে অভিনেতার ছবি লোগো হিসেবে থাকুক। কিন্তু ১𓃲০ কোটি টাকার অফার অবলীলায় ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
(আরও পড়ুন: সিংঘম এগেনে থাকবে চুলবুল পান্ডের ক্য🃏ামিও! মৃত্যুꩵ ভয় উপেক্ষা করে সিকান্দরের শ্যুট শুরু সলমনের)
যশ: ২০২২ সালে একটি পান মশলা এবং এলাচ ব্র্যান্ডের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা যশ। তিনি জানিয়ে🎐ছিলেন, যে কাজ করতে তাঁর বিবেক সায় দেয় না সেটা তিনি কোনওদিন করেন না।
স্মৃতি ইরানি: কয়েক বছর আগেই তিনি যখন বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলেন, ঠিক সেই সময় একটি পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব এসেছিল তাঁ🐲র কাছে। বিজ্ঞাপনে অভিনয় করার বিনিময়ে যে টাকার অফার করা হয়েছিল, সেটা নিঃসন্দেহে লোভনীয় 👍ছিল কিন্তু অভিনেত্রী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেন।