আর মাত্র ঘণ্টা কয়েকের অপেক্ষা। ২🐼১ জুন শুক্রবার থেকে জিও সিনেমায় প্রিমিয়ার হবে বিগ বস ওটিটি সিজন ৩-এর। আর এবার সঞ্চালকের দায়িত্ব সামলাবেন অনিল কাপুর। একদম প্রথম সিজনে হোস্টিং করেছিলেন করণ জোহর। আর তারপর সলমন ফিরেছিলেন দ্বিতীয় সিজনে। কিন্তু তৃতীয় সিজনে ফের বাদ ভাইজান।
তবে সলমনকে বাদ দিয়ে তাঁর জায়গায় আসা নিয়ে প্রশ্নে একটু যেন বিরক্ত এবার অনিল। এক সাক্ষাৎকারে বলে উঠলেন, ‘সবাই এই প্রশ্নটা করছে। কিন্ত এটা খুব ভুল। সলমন খানকে রিপ্লেস করা অসম্ভব। অনিল কাপুরকেও। আমি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আর ওঁ উত্তেজিত যে একট🐻া নন ফিকশন শো-র দায়িত্ব নিয়েছি আমি। অনেকদিন ধরেই আলাদা কিছু করতে চ💮াইছিলাম। অনেক সিনেমা করেছি, বিচারক ছিলাম। বিগ বসের মতো কিছু করা হয়নি। আমি রীতিমতো উত্তেজিত।’
আরও পড়ুন: সলমনের কোဣলে থাকা ছেলেটির সামনে বিয়ে, তাও ভিন্ন ধর্মে, বাবা হিরে ব্যবসায়ী, চেনেনꦯ?
বিগ বস ওটিটি-র তৃতীয় সিজনে তাঁর তরফ থেকে কী কী চমক থাকছে প্রশ্নে, হিন্দুস্তান টাইমস বাংলাকে অনিল জানালেন, ‘আমরা সবাই আলাদা মানুষ। তাই গুরুত্বপূর্ণ হল, 💖কেমন নিজের মতো হওয়া। আপনার জীবনের অভিজ্ঞতা ও আপনি যে ধরণের ব্যক্তি, সেটাকে কাজে লাগানো। আমি যখন ২৪ (টোয়েন্টি ফোর সিনেমা) করেছি সেটার হলিউড ভার্সনে ছিলেন কিফার সাদারল্যান্ড, আবার দ্য নাইট ম্যানেজারে আমার ভূমিকাটি মূলত হিউ লরি অভিনয় করেছিলেন, তারা বিশ্বমানের অভিনেতা। অথবা যখন আমি এমন কোনও ছবির হিন্দি রিমেক করেছি যেখানে কমল হাসান, রজনীকান্ত বা চিরঞ্জীবী মুখ্য ছিলেন। তাঁদের সকলেরই নিজস্ব স্টাইল আছে। তবে আপনি যখন তা করেন, সেটিকে আপন করে তোলেন।’
আরও পড়ুন: ২য় বরকে নিয়ে প্রকাশ্যে ভালোবাসার ইস্তেহার পিয়ার! পরমব্রতর🃏 থেকে বয়সে কত ছোট তিনি
এর আগে একাধিকবার বিগ বসে অতিথি হিসেবে পা রাখতে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। সেই অভিজ্ঞতা শেয়ার করে অনিল বললেন, ‘আমি প্রতিযোগী এবং উপস্থাপক উভয়ের সঙ্গেই কথা বলেছি। প্রতিযোগীরা স্পষ্টতই বলছেন যে,ꦍ ওখানে থাকা খুব কঠিন। বিগ বসের ঘরে থাকা সহজ নয়। এটা অনেক বড় চ্যালেঞ্জ। কখনও কখনও, তাদের অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তাই আমি যখন ওদের থেকে সেসব শুনেছিলাম, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল।’