অভিনয়ে হাতেখড়ি টলিউডে। কাজ করেছেন নামজাদা সব পরিচালকদের সঙ্গে। বড় পর্দা, টেলিভিশন, ওয়েব সিরিজ- সব ক্ষেত্রেই অবাধ বিচরণ ꦑতাঁর। এ হেন অনিন্দিতা বসুকে আর কলকাতায় দেখা যায় না কেন? কোথায় চলে গেলেন তিনি?
বেশ কয়েক মাস ধরেই মুম্বইয়ে রয়েছেন এই বঙ্গতনয়া। চুটিয়ে কাজ করছেন বলিউডে। দু'টি ওয়েব সিরিজের শ্যুট সেরে ফেলেছেন𝔍 ইতিমধ্যেই। মুক্তির অপেক্ষায় একটি ছবি। 'দ্য রেপিস্ট'। অপর্ণা সেন পরিচালিত এই ছবিতে অর্জুন রামপাল, কঙ্কনা সেনশর্মার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অনিন্দিতা।
পরিচালক অতনু ঘোষের সঙ্গেও একটি বাংলা ছবি করেছেন। নাম 'আরও এক পৃথিবী'। দিন কয়েক আগেই লন্ডন থেকে শ্যুট করে ফিরেছেন অভিনেত্রী। তাঁর কথায়, 'বহুদি♌ন ধরেই অতনুদার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছেপূরণ হল।'
ইতিমধ্যেই 'রে', 'পাতাল লোক'-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন অনিন্দিতা প্রশংসিতও হয়েছেন। নতুন জায়গায় নিজেকে প্রমাণ করার পথটা কি তবে কিছুটা মসৃন হল? খানিক হেসে অভিনেত্রীর উত্তর, "টলিউডে আমি খুব সহজেই অনেক কিছু 💮পেয়ে গিয়েছি। বলিউডে কিন্তু তেমনটা হচ্ছে না। কারণ এখানে আমি একজন নবাগতা। বাড়তি কোনও সুবিধা নেই আমার। ১০ বছর কলকাতায় এত কাজ করার পর এখানে এসে আবার নতুন করে সব কিছু শুরু করতে হয়েছে। বলা যায়, এটা আমার জীবনের নতুন অধ্যায়।"
দুই ইন্ডাষ্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন। বিশেষ ক🉐োনও ফারাক নজরে পড়ে কি? অনিন্দিতার উত্তর, ‘বলিউডে ভাল কাজ পেতে গেলে অডিশন দিতে হয়।🧔 রাধিকা মদন, সানিয়া মলহোত্রের মতো অভিনেত্রীরা এখনও অডিশন দেন। এটা নিয়ে খুব খোলাখুলি কথাও হয়। কিন্তু টলিউডে কারও সঙ্গে একাধিক বার কাজ করলে একটা বোঝাপড়া তৈরি হয়ে যায়। তখন তাই সে ভাবেই আবার কাস্টিং করা হয়।’
নতুন ইন্ডাস্ট্রি। একাধিক কাজ। নতুন সব চরিত্র। সব মিলিয়ে বেজায় ব্যস্ত অনিন্দিতা। এ সবেরই মাঝে মনে পড়ে কলকাতাকে? তিনি༒ বললেন, ‘আমার বাড়ি মুম্বইয়ে। এখানেই বেড়ে উঠেছি। স্কুল-কলেজও এখানে। কাজের জন্য কলকাতায় গিয়েছিলাম। মুম্বই চলে আসা মানে নিজের বাড়ি ফেরা।’