'লোকজন আজকাল 'ভাইরাল', আর ট্রেন্ডিংয়ে গা ভাসাচ্ছেন। তবে আমি চাইলেও কাঁচা বাদাম-এর মতো গান তৈরি করতে পারব না।' সম্প্রতি এক সাক্ষাৎকারে নাম না করেই 'কাঁচা বাদাম' গায়ক ভুবন বাদ্যকারকে খোঁচা দিলেন বলিউডের জনপ🦄্রিয় শিল্পী অঙ্কিত তিওয়ারি। যিনি কিনা 'আশিকি-২', ‘সুন রাহা হ্যায় না তু’, ‘গঁলিয়া’র মতো বলিউডে একাধিক জনপ্রিয় গান তৈরি করেছেন।
ঠিক কী বলেছেন অঙ্কিত তিওয়ারি?
অঙ্কিতের কথায়, ‘আজকাল ভাইরাল, ট্রেন্ডিংয়ের প্রভাব বড় বেশি। গান তৈরির ক্ষেত্রেও আজকাল অনেকসময় এগুলো মাথায় রাখা হচ্ছে। তবে আমার ক্ষেত্রে এটা কখনওই করা সম্ভব নয়। আমি কোনওভাবেই কাঁচা বাদামের মতো গান তৈরি করতে পারব না, করতে চাইও না। তা যতই ট্রেন্ডিংয়♑ে থ💧াকুক না কেন।’
অঙ্কিত তিওয়ারির আরও বলেন, ‘অনেক সময় আপনিও হয়ত নিজেকে প্রবণতায় হারিয়ে ফেলতে থাকেন। তবে মনে হয়না এমন কিছু করার মতো প্রতিভা আমার আছে। তবে আমার মধ্যে যে ট্যালেন্ট আছে, বা আমি যা অন্যদের কাছ থেকে শিখ☂েছি, তা আমি নিশ্চয় আমার গানে ব্যবহার করব। বাজারে যা ভাইরাল, তা নকল করতে গিয়ে আমরা অনেকসময় নিজের মৌলিকত্ত্বকেই হারিয়ে ফেলি। কিন্তু আমি প্রবণতায় গা ভাসানোতে বিশ্বা👍স রাখি না।’
আরও পড়ুন-শাড়ি খোলা চলবে না, চুমু খাবো না, ‘টিপ টিপ বরসা পানি’ নিয়ে শর্ত চাপান র💮বিনা