সন্দ🔜ীর রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই সেই ছবি নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। এই ছবির বিরুদ্ধে নারী-বিদ্বেষ, বিষাক্ত পৌরুষত্বের অভিযোগ তুলে সরব হয়েছিলেন অনেকেই। তবে যে যꦡাই বলুন না কেন রণবীর অভিনীত 'অ্যানিম্যাল' ব্লকবাস্টার হয়। এদিকে বিতর্ক এড়িয়ে সেসময় অ্যানিম্যাল ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পাশেই দাঁড়িয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
এমনকি 'অ্যানিম্যাল'-এর সাফল্যের পর পরিচালক সন্দীপের সঙ্গে দেখাও করেছিলেন অনুরাগ কাশ্যপ। এই ছবিকে হিন্দি সিনেমার সবচেয়ে বড় গেম চেঞ্জার 🐈বলেও উল্লেখ করেছিলেন তিনি। সেসময় অনুরাগ 'অ্যানিম্যাল'-এর পাশে দাঁড়িয়েছেন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। আর এবার 'অ্যানিম্যাল'-এর পাশে দাঁড়ানোর কারণে বাবার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খোদ অনুরাগ কন্যা আলিয়া। সম্প্রতি নিজের পডকাস্ট ‘ইয়া, ডাম্ব অ্যান্ড অ্যাঙ্কশাস’-এ পরিচালক বাবা অনুরাগ কাশ্যপ আমন্ত্রণ জানিয়েছিলেন মেয়ে আলিয়া। যেখানে বাবার সামনেই আলিয়া জানান, অ্যানিম্যাল ছবিটি তাঁর বিন্দুমাত্র পছন্দ হয়নি।
আলিয়া বলেন, তিনি অ্যানিম্যাল দেখার পর বাবার কাছেই ছবিটি প্রসঙ্গে সমালোচনা করেছিলেন। বলেছিলেন, এই ছবিকে তাঁর ভয়াবহ এবং নারী বিদ্বেষী (Misogynistic) বলে মনে হয়েছে। সেসময় তাঁর পꦇরিচালক বাবা অনুরাগ নাকি মেয়ের কথায় সহমতও প্রকাশ করেছিলেন। তবে এর ঠিক ১ সপ্তাহের মধ্যেই অনুরাগ আবার অ্যানিম্যা🅠ল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দেখা করে ছবি পোস্ট করেন।
নিজের পডকাস্টে আলিয়া বাবার সামনেই সরাসরি অভিযোগ তুলে বলেন, ‘তোমার ওই পোস্ট এবং ক্যাপশন, যেখানে আপনি ওই পরিচালকের হয়ে প্রচার করেছেন তাতে আমি একেবারেই খুশি হইনি। আমি যখন অ্যানিম্যাল দেখি, তখনই তোমাকে ডেকে বলেছিলাম, কী একটি ভয়ঙ্কর, মিসজিনিস্টিক সিনেমা এটা। এধ﷽রনের ছবিকে আমি ভীষণ ঘৃণা করি। তখন তো তুমি আমার সঙ্গে একমতও ছিলে! এর ঠিক এক সপ্তাহ পরে যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি বাবার ওই পোস্ট দেখলাম। আমি অবাক ও বিভ্রান্ত হয়ে যাই যে আপনি ওই লোকটার (সন্দীপ রেড্ডি ভাঙ্গা) হয়ে প্রচার করছেন দেখে!’
এদিকে অনুরাগ বলেন, ‘সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো কেরিয়ারের এক😼টা পর্যায় এসে তিনি একসময় বাতিল পরিচালক হয়ে গিয়েছিলেন। তাই তিনি জানেন এই সময়টা কতটা একাকীত্ব বোধ হতে পারে।’ মেয়ে আলিয়ার উদ্দেশ্যে অনুরাগ বলেন, ‘তুমি তখন অনেক ছোট যখন তোমার বাবা নিজের ছবির জন্য একজন বাতিল পরিচালক হয়ে গিয়েছিলেন। দেব ডি- মুক্তির পর আমাকেও লোকজন প্রত্যাখ্যান করেছিলেন। তখন আমিও ছিলাম অস্পৃশ্য। লোকে তখন আমার ছবি নিয়েও বলেছিল, কী একটা মিসজিনিস্টিক ফিল্ম! এমনকি গ্যাং অফ ওয়াসেপুর সম্পর্কেও আমাকে একই কথা শুনতে হয়েছিল। আমি দেখেছি, লোকজন আসলে কাউকে আক্রমণ করতে এধরনের একটা পন্থা খোঁজে আসলে।’
অনুরাগ আরও বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া বুঝি না, তবে আমিও একসময় ব্লগার ছিলাম। তখন আমিও পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এই একই কাজ করেছি। ভাবতাম পুরো ইন্ডাস্ট্রি আমার শত্রু। আমারও তখন খুব রাগ ছিল। আমি তখন করণ জোহর এবং ইন্ডাস্ট্রির অন্যান্য লোকদের নিয়ে কথা বলেছি। আমার মনে আছে, দাবাং-এর পর সলমন খানের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। আমি ওঁকে গালাগালি দিয়েছি। আমার মধ্যেও তখন অনেক রাগ ছিল। আমি আসলে তখন মানুষকে না বুঝেই তাঁদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলায়, মানুষ বুঝতে শেখে। আমি তাই কোনওকিছুকে বাতিল করতে মোটেও পছন্দ করি না। আমার যౠদি কোনও কিছু পছন্দ না হয়, তাহলে সেটা নিয়ে আমি সেই ব্যক্তিকে সরাসরি প্রশি করি, তাঁর ভাবনাকে বোঝার চেষ্টা করি।’
অনুরাগের সাফ♕ কথা, ‘আমিও সন্দীপের (সন্দীপ রেড্ডি ভাঙ্গা)র সঙ্গে দেখা করেছি, লোকটা আমার ভালো লেগেছে। আমার নিজের কিছু প্রশ্ন ছিল। আমিই ওকে আমন্ত্রণ করেছিলাম। ওঁর সঙ্গেই ছবিটি নিয়ে কথা বলতে ౠচেয়েছিলান। টানা ৫ ঘণ্টা আমরা আড্ডা দিয়েছি। আর কথা বলে ওকে আমার ভালো লেগেছে।’
এদিকে, কাজের ক্ষেত্রে পরিচালক অনুরাগ কাশ্যপ 'রাইফেল ক্লাব'-এ অভিনেতা হিসেবে কাছ করেছেন। যেটি কিনা একটামালায়লম ছব🍌ি। তাঁর সর্বশেষ ছবি 'কেনেডি'ও মুক্তির অপেক্ষায় রয়েছে।