‘বাত্তি গুল মিটার চালু’ এবং ‘ফিতরাতে😼’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অꦇনুষ্কা রঞ্জন (Anushka Ranjan)। তবে একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি স্পষ্টবক্তা হিসেবেও ভীষণ পরিচিত। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন।
যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, চিরকালই যৌনতাকে আড়াল করে রাখার এটি প্রবণতা লক্ষ্য করা যায় প্রত্যেকটি বাড়িতে। পরিবর্তন প্রয়োজন। আমাকে অনেকবার বলা হয়েছে, আমি নাকি খুব খোলামেলা কথা বলি। আমার একটাই প্রশ্ন, আমি কি নষ্ট হয়ে গেছি? আমি ভুল কিছু করছি? আমার মনে হয় আমি যাই করি না কেন আমা🎀র পরিবার এবং প্রিয়জনদের সম্মান নিয়ে কখনও ছেলেখেলা করি না।
(আরও পড়ুন: মারাত্মক ইগো ধর্মা-যশরাজ ফিল্মসের? অভিযোগ করে ‘যোদ্ধা’ খ্যাত বিক্রম বꦿললেন, 'সুযোগ দেওয়ার অজুহাতে কম টাকা দেয়')
বিবাহিত জীবনে সব সময় একজন🦩 মহিলাকে চুপ করে থাকতে বলা হয়। জোরে কথা বললেই বা মতামত প্রকাশ করলেই অন্যরা বিরক্ত হন। মতের বিপরীতে কথা বললেই সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলি পরিবর্তন করার জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি।
২০২১ সালে অভিনেত্রী অভিনেতা আদিত্য সিলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত🀅্রী বলেন, বিয়ের পর থেকে একটি প্রশ্ন তাঁকে বারবার করা হয়, তিনি কি বিয়ের পরে অভিনয় করেছেন? এইরকম প্রশ্ন করার কি কোনও মানে আছে? বিয়ের সঙ্গে আদৌ কি কাজের কোনও সম্পর্ক রয়েছে? কেন মানুষ ধরে🍬 নেয় যে কাউকে বিয়ে করলেই কাজ বন্ধ করে দিতে হবে, মানুষ তো ব্যাঙ্ককে বিয়ে করছে না!
(আরও পড়ুন: ‘ইরাব💯তীর চুপকথা’র পর ফের ছোট পর্দায় ফিরছেন মনামী ঘোষ! কোন সিরিয়া💧লে দেখা মিলবে নায়িকার?)
মহিলাদের জꦕীবনে পরিবর্তন আনার জন্য তিনি সম্প্রতি BETI ফান্ডারাইজার শো-এর ১৮ তম সংস্করণ হোস্ট করছেন। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুষ্কার মা অনু রঞ্জন। কলকাতায় ধর্ষণ মামলায় মানুষে♎র মনোযোগ ফিরিয়ে আনার জন্য এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন অনুষ্কা।
অনুষ্কা এই অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, এটি কোনও বিনোদন☂মূলক অনুষ্ঠান হোক আমি চাইনি। আমার মনে হয়েছিল, কলকাতায় বিষয়টি সকলের সামনে নিয়ে আসা প্রয়োজন। এই বিষয়ে সেলিব্র𝔍িটিদের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরী। সকলে মিলে যাতে কলকাতার আন্দোলনের অংশ হওয়া যায় সেই চেষ্টাই করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে।