নিজে যেমন ডায়েটে কড়া নজর রাখেন, তেমনই সন্তানদের খাবারেও বিশেষ যত্ন নেন অনুষ্কা শর্মা। একই কথা খাটে বিরাট কোহলির জন্য। অনুষ্কাকে একাধিক সাক্ষাৎকারে কথাꦍ বলতে শোনা গিয়েছে, কীভাবে তিনি ভাজাভুজি, রিফাইন্ড ফ্লাওয়ার বা সুগার, এসব এড়িয়ে চলেন। এমনকী, কদিন আগে তো যখন ফাঁস করেছিলেন বিকেল সাড়ে ৫টার মধ্যে ডিনার কর🔥েন তিনি আর ভামিকা, বেশ চমকেই গিয়েছিল অনেকে। তবে শিশুদিবসর দিন দিলেন একটি বিশেষ ছাড়।
অনুষ্কা ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করলেন। যেখানে দেখা গেল প্লে🍎টে রাখা রয়েছে নুডলস। নিশ্চয়ই, এটুকু পꦍড়েই আপনার চোখ কপাল উঠেছে। যে এত ডায়েট সচেতন হয়েও কীভাবে নুডলস খেতে দিচ্ছেন অভিনেত্রী! আসলে এই নুডলসটি মিলেট দিয়ে তৈরি। তাই একেবারেই অস্বাস্থ্যকর নয়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শিশু দিবসর মেনু, অনেকটা হাসি আরমিলেট নুডলস’।
আরও পড়ুন: বিয়ের জন্মদিনে আদুরে বার্তা রণবীর সিং-এর, দিলেন বেবিবাম্পের⭕ ছবি! জানেন কত বছরে মা হন দীপিকা
এর আগে অনুষ্কা জানিয়েছিলেন ভামিকার প্রিয় ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚখাবার হল আইসক্রিম।আর মেয়ের সেই সাধ পূরণ করতে একবার, আইসক্রিম পার্লারে নিয়ে গিয়ে ‘যত ইচ্ছ♕ে খাও’-এর অফারও দিয়েছিলেন। যদিও খুদে ভামিকা ২টোর বেশি উদোরস্থ করতে পারননি।
আরও পড়ুন: ভꩵাই মুসলিম, বাবা খ্রিস্টান, মা শিখ, বউ হিন্দু ! পরিবার নিয়ে মুখ খুললেন বিক্রান্ত
এর আগে ভামিকাকে ꧟নিয়ে অনুষ্কা জানিয়েছিলেন, মেয়ের সঙ্গে তিনিও সাড়ে ৫টার মধ্যে খেয়ে নেন রাতের খাবার। এটাই অভ্যেস হয়ে গেছে দুজনর। এমনকী, অভিনেত্রীর দাবি, অনুষ্কা আবিষ্কার করেছেন, দ্রুত খাবার 🐭খেয়ে নিলে ঘুম ভাল হয়। হজমের গোলমাল হয় না, সকালে উঠে শরীরও ঝরঝরে লাগে।
আরও পড়ুন: স্লট বদলের ঘোষণা বদলাল নিম ফুলের কপাল? টিআরপি টপার ফ🎐ুলকি, ২ নম্বরে এই মেগা
যদিও অনুষ্কার এই নুডলস 🌸নিঃসন্দেহে অকায় আর ভামিকার জন্য। চলতি বছরের ফেব্রু𒅌য়ারিতে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনুষ্কা। আপাতত ছোট্ট অকায়ের বয়স ৯ মাস। ছেলে হওয়ার পর থেকে লন্ডনেই বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন দম্পতি। অন্য দিকে মেয়ে ভামিকার জন্ম হয়েছিল ২০২১-এর ১১ জানুয়ারি। বর্তমানে ভামিকার বয়স প্রায় চার বছর।
বর্তমান দুই সন্তান নিয়ে অনুষ্কা রয়েছেন অস্টেলিয়ায়। আসন্ন বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ খেলতে গিয়েছেন বিরাট। আর সঙ্গে গোটা পরিবার। বুধবারই অনলাইনে ভাইরাল হয়েছিল সেখানে রাস্তায় অনুষ্কা আর বিরাটের কফি �♌�ডেট। তাঁদের সঙ্গে দেখা পাওয়া গিয়েছিল ভামিকার। শুধু ছিল না অকায়।