কোজাগরী লক্ষ্মী পুজোয় যে সব সেলেবরা আলোকবৃত্তে থাকেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অপরাজিতা আঢ্য। নিজের হাতে নতুন পোশাক ও গয়নায় পরিয়ে দেবীকে সাজিয়ে, প্রতিবছর জাঁকজমক করে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর উদযাপন করেন তিনি। আলপনা থেকে অতিথি আপ্যায়ন সবটাই তিনি একা সামাল দেন, পাশে থাকেন শাশুড়ি মা। বহু জনপ্রিয় তারকা, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী থেকে তাঁর পাড়ার ও পরিবারের সকলেই আমন্ত্রিত থাকেন অভিনেত্রীর বাড়ির পুজোয়। কিন্তু এবার আর তিনি সেই চেনা ছন্দে মাতবেন না লক্ষ্মী আরাধনায়। পুজো তিনি করবেন কিন্তু তা হবে সমস্ত আড়ম্বর বিহীন। বিজয়ার 🐻পর নিজেই সমাজ মাধ্যমের পাতায় বিবৃতি দিয়ে সেই কথা প্রকাশ করলেন অভিনেত্রী।
তিনি লেখেন, ‘কোজাগরী লক♚্ষ্মী পুজোর ফটফটে পূর্ণিমা রাতে লক্ষ্মী দেবী মর্ত্যলোকে অবতরণ করে ঘরে ঘরে আসেন। জিজ্ঞেস করেন, 'কে জাগো?' যে জেগে থাকে তার ঘর বৈভবে পূর্ণ করে চলে যান লক্ষ্মী দেবী। এই বৈভব প্রকৃত অর্থেই যে মননের বৈভব, আর এই জাগরণ যে চেতনার নবজাগরণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।'
আরও পড়ুন: একরাশ বুদবুদের মাঝে মালতি! প্র💞িয়াঙ্কা কন্যার ছব𝓡ি প্রকাশ্যে আসতেই ভাইয়াল
এরপর তিনি আরজি কর কাণ্ড ও 'মেয়েরা রাত দখল করো'-এর রেশ ধরে বলেন, ‘কিন্তু এমন এক সময়ের সম্মুখীন আমরা যখন আমাদের ঘরের লক্ষ্মীরা দেবীপক্ষের অ♏নেক আগে থেকেই আত্মপক্ষের লড়াই বুকে বেঁধেছে, প্রতি রাতে রাজপথে রাজপথে প্রশ্ন চিহ্ন রেখেছে, ‘কার চেতনা জাগ্রত? কে আছো এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে?’
তারপরই অভিনেত্রী জানান অন্যান্য বছরের মতো এবছর আর লক্ষ্মী পুজোর উদযাপনে সকলকে সঙ্গে নিতে পারবেন না তিনি। অপরাজিতা বলেন, ‘সবাই সকলেই♕ জানেন, বিশেষত আমার মিডিয়া বন্ধুরা খুব ভালো করেই জানেন যে কোজাগরী পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না। যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিꦰনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্মী দেবীর পুজো উদযাপন খানিকটা নিরর্থক। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম, মিডিয়া বন্ধুদের যদি পুজোর ছবি ও ভিডিয়োর প্রয়োজন হয়, আমার গণমাধ্যম দল বিশেষ ভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। লক্ষ্মী দেবী সকলকে চেতনার বৈভব প্রদান করুন, এই কামনা করি।’
আরও পড়ুন: ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ য𒉰োশী! কনটেন্টে আসবে বড় ব💝দল?
প্রসঙ্গত, বেহালা জাগরণী'র মণ্ডপেই তিনি কাটিয়েছেন পুজো। সেখান থেকে মাঝেই মাঝেই স্যোশাল মিডিয়ায় ছবি ভাগ করে নি✃য়েছেন তিনি। দিয়েছেন পুজোর নানা মুহূর্তের আপডেট। পাশাপাশি পাড়ার সকলের সঙ্গে মিলেমিশে পুজোর সব আয়োজন তিনি করেছিলেন। নিজে হাতে অভিনেত্রী আরতিও করেছিলেন। চামড় দিয়ে দেবীর সামনে ভক্তি ভরে আরতি করেছেন অপরাজিতা। সেই ছবিও তিনি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার 🐬করে নিয়েছিলেন।