কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজা।
🎃বিতর্কের মধ্যে, মুখিজার ঘনিষ্ঠ বন্ধু এবং কনটেন্ট ক্রিয়েটর রিদা থারানা মুখ খোলেন এই নিয়ে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনলাইনে আসা এরকম ‘কুৎসিত-হুমকি’র নিন্দা জানালেন সোশ্যাল মিডিয়াতে।
ꦬঅপূর্ব মুখিজাকে যৌন হেনস্থার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করা একটি পোস্ট শেয়ার করে রিদা থারানা লিখেছেন, ‘এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে, কিছু মানুষ মহিলাদের অসম্মান করেন মহিলা হওয়ার জন্য, নিজেকে ভালোবাসার জন্য, বেঁচে থাকার জন্য, জীবনে উন্নতি করার জন্য। একটা মহিলার নানারকম সমস্যা থাকতে পারে, তবে মহিলা হওয়া বিষয়টিকে আরও খারাপ করে তোলে। আপনি কীভাবে নিরাপদ বোধ করবেন, যখন আপনি ক্রমাগত হুমকির সম্মুখীন হন, নিজের জীবন নিয়ে ভীত হয়ে পড়েন, এমন একটা দেশে বসবাস করেন, যার আপনাকে রক্ষা করার কথা।’
🤪মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে শোয়ের বিতর্কিত এপিসোডটি সরিয়ে নেওয়া হয় ইউটিউব থেকে। ২০২৪ সালের জুনে শুরু হওয়া 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' এখন পর্যন্ত ১৮টি পর্ব প্রচারিত হয়েছে। সম্প্রতি সময় রায়না জানিয়েছেন, তিনি সব কটি এপিসোডই সরিয়ে ফেলেছেন।
আরও পড়ুন:✅ ‘সৌমী আমার প্রেমিকা নন’, প্রেমদিবস কাটতেই দাবি কবীর সুমনের! চেনেন গায়কের ৫ম বউকে, বাংলাদেশী গয়িকা
ꦅরায়নার শোতে বাবা-মা-র যৌনতা নিয়ে তাঁর মন্তব্য করেন রণবীর এলাহাবাদিয়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় এপিসোডটির ক্লিপিংস ভাইরাল হওয়ার পরে ইউটিউবার রণবীর চলে আসেন বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে, যা মুম্বই এবং গুয়াহাটিতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এবং তাঁদের নামে পুলিশি অভিযোগও জমা পড়ে। মুখিজাও শোতে অংশ নিয়েছিলেন। তাঁর কিছু বিতর্কিত ক্লিপিংসও এসেছে সামনে। নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন রণবীর, যদিও তাতে সেভাবে লাভ হয়নি।
আরও পড়ুন: ಞসন্তানের বয়স মাত্র ১৬ মাস, লুকোন স্বামীর পরিচয়, ২য়বার গর্ভবতী এই বলি নায়িকা, বলুন তো কে?
অপূর্ব মুখিজার বয়ান রেকর্ড মুম্বই পুলিশের
বুধবার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর আলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজা-সহ ৪ জনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করল মুম্বই পুলিশ। এখানেই শেষ নয়,
💮আগামী মাসে রাজস্থানের জয়পুরে হতে চলা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অফিসিয়াল অ্যাম্বাসেডরের তালিকা থেকে অপূর্ব মুখিজাকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি।