🐻 বাড়ির বৈঠকখানায় একত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে রয়েছেন দেশ, বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তাঁদের সকলের গলায় একটাই সুর, 'হরেকৃষ্ণ, হরেরাম'। কৃষ্ণনামে মজে রয়েছেন সকলে। কেউ বাজাচ্ছেন হারমোনিয়াম, কারোর হাতে গিটার, কেউ বা বাজাচ্ছেন ঢোল, কেউ আবার বাজাচ্ছেন বেহালা, কারোর হাতে আবার মন্দিরা কিংবা বাঁশি, কেউ আবার শুধু হাততালি দিয়ে সুর মেলালেন। গলা ছেড়ে গাইলেন ‘হরেকৃষ্ণ, হরেরাম’।
𝄹আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের এই শিল্পীদের সুরে বুঁদ হয়ে যিনি রয়েছেন তিনি হলেন অস্কারজয়ী গায়ক এ আর রহমান (AR Rahman)। সুন্দর এই আড্ডা, এই মুহূর্তটি নিজের ফোনের ক্যামেরায় লেন্সবন্দি করতে দেখা গেল তাঁকে। রহমানও বুঁদ হয়ে রইলেন এই কৃষ্ণনামে। আর এই কৃষ্ণনামের আসর বসেছিল রহমানের দুবাই-এর বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই ভিডিয়ো। যা দেখে মুগ্ধ নেটবনাগরিকরাও।
𒁏আরও পড়ুন-লাজুক কনে নন, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ, তবে আড়ালে আবডালে নাকি কাঁদছিলেন সন্দীপ্তা!
꧒এদিকে সম্প্রতি 'পিপ্পা' ছবির গান মুক্তি পেতেই বিতর্কে জড়িয়েছেন মিউজিক মায়েস্ট্রো এ আর রহমান। যেখানে কাজী নজরুল ইসলামের 'কারার ওই লৌহ কপাট' গানটি। নজরুলের এই গানে নতুনভাবে সুর দিয়েছেন রহমান। যেটি গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ। তবে নজরুলের জনপ্রিয় ও চিরপরিচিত গানকে এভাবে তুলে ধরায় তা পছন্দ হয়নি বহু বাঙালির।
ﷺরাজাকৃষ্ণ মেনন পরিচালিত পিপ্পা ছবিটি ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। যেখানে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি। তবে সেই গানকে যেভাবে নতুন সুরে বাঁধা হয়েছে, তা পছন্দ হয়নি নেটনাগরিকদের। এখানেই শেষ নয়, ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে চেন্নাই এখন যেখানে বন্যা বিধ্বস্ত, ঠিক তখনই ছবির প্রচার করার কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে রহমানকে।