মঙ্গলবার সন্ধ্যায় এআর রহমান ও সায়রা বানু তাঁদের বিবাহ বিচ্ছেদের ঘไোষণা করেন। এবং এই দম্পতি এই কঠিন সময়ে গোপনীয়তার প্রার্থনা করেছিলেন। কিন্তু দেখা যায়, অস্কারজয়ী সুরকার ডিভোর্সের কথা জানাতেই, নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। বিশেষ করে, যখন রহমানেরই টিমের বেস গিটারিস্ট মোহিনী দে কয়েক ঘণ্টার মধ্যে নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। অনেকেই এই দুইয়ের মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করেন। সে সম্ভাবনা আগেই উড়িয়েছেন সায়রা বানু-র আইনজীবী। এবার একে-একে মুখ খুলছেন এআর রহমানের ছেলে-মেয়েরাও।
‘আসুন তাঁর মর্যাদাকে সম্মান জানাই এবং রক্ষা করি’
ইনস্টাগ্রামে একটি শিশু ও রহমানের ছবি পোস্ট করে সুরকার-পুত্র আমিন লেখেন, 'তাহলে পার্থক্য কী? বয়স ছাড়া?' তাতে লেখা। ছবির ক🐎্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার বাবা একজন কিংবদন্তি, শুধু তার অবিশ্বাস্য অবদানের জন্য নয়, বছরের পর বছর ধরে তিনি যে মূল্যবোধ, সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন তার জন্যও। মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ানো হতাশাজনক।’
আরও পড়ুন: ইসলামের টানে নিজেকে মুড়েছেন বোরখায়, ছেলের বয়স দেড়, ফের মা হ💜তে চলেছেন সানা
বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে ভুল তথ্য💯 না ছড়ানোর অনুরোধ জানিয়ে আমিন লেখেন, ‘আসুন আমরা কারও জীবন ও উত্তরাধিকার নিয়ে কথা বলার সময় সত্য ও শ্রদ্ꦦধার উপর জোর দেই। দয়া করে এ ধরনের ভুল তথ্যে জড়ানো বা ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন আমরা তাঁর মর্যাদা এবং সবার উপর তাঁর অবিশ্বাস্য প্রভাবকে সম্মান করি এবং সংরক্ষণ করি। #EPI।’
গায়ক-সুরকার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিগুলিতে নোটটি পোস্ট করেছেন, একটি নিবন্ধের ছবি দিয়ে নিশ্চিত করেছেন যে রহমানের বিবাহবিচ্ছে♍দের সঙ্গে মোহিনীর বিবাহবিচ্ছেদের মধ্যে কোনও যোগসূত্র নেই। এর কয়েক ঘণ্টা পর তার বোন রাহিমা লেখেন, 🐷‘সবসময় মনে রেখো... গুজব ছড়ায় বিদ্বেষীরা, ছড়ায় মূর্খরা এবং মূর্খরাই তা গ্রহণ করে’।
২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করেন সায়রা ও এআর রহমান। সুরকারের আবেগঘন নোটটি পড়েছিল, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম, তবে সমস্ত কিছু, মনে হয়, এক অদৃশ্য পরিণতি বয়ে বেড়ায়। এমনকী ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্ব🧔রের সিংহাসনও কাঁপতে পারে। তবু এই বিপর্যয়ের মধ্যে আমরা অর্থ খুঁজি, যদিও টুকরোগুলো আবার জায়গা নাও পেতে পারে। আমাদের বন্ধুদের প্রতি, আপনাদের উদারতার জন্য এবং এই ভঙ্গুর অඣধ্যায়ের মধ্য দিয়ে চলার সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ।’