সন্ত্রাসবাদকে෴ সমর্থন করছেন, সম্প্রতি এমনই অভিযোগ ওঠে ইজরায়েলি মডেল মাইসা আবদেল হাদির বিরুদ্ধে। এই ঘটনার পর তাঁকে আটক করা হয়। কিন্তু কী এমন করেছিলেন তিনি? মঙ্গলবার, ২৪ অক্টোবর পুলিশ এবং উকিলের তরফে জানানো হয় 🐷গত ৭ অক্টোবর হামাস যে হামলা করেছিল ইজরায়েলের উপর সেটা নিয়ে তিনি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি আপত্তিজনক বলেই মনে করা হয় এবং তাই তাঁকে প্রথমে আটক পরে গ্রেফতার করা হয়।
মাইসা আবদেল হা🔜দি ইজরায়েলি শহর নাজারেথের বাসিন্দা। সোমবার তাঁকে গ্রেফতার করা হয় এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মাইসা একাই নন, আগেও একাধিক ব্যক্তꦓিকে এই ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত নিয়ে পোস্ট করার দরুন গ্রেফতার করা হয়েছে। মাইসা আবদেল হাদি এদিন একটি বুলডোজারের ছবি পোস্ট করেন যা গাজা স্ট্রিপ এবং ইজরায়েꦚলের মাঝে থাকা কাঁটাতারকে গুড়িয়ে দিচ্ছে। তিনি এটি পোস্ট করেন ৭ অক্টোবর হামাস হানার পর। হামাস হানার পর ইজরায়েলে ১৪০০ এর বেশি মানুষ মারা গিয়েছেন।
আরও পড়ুন: চোখে-মু🐼খে💖 আতঙ্কের ছাপ স্পষ্ট, ইজরায়েলের কথা উঠতেই নুসরত বললেন, 'একটু একা থাকতে দিন'
মাইসা তাঁর সেই পোস্টের ক্যাপশনে এদিন লেখেন, 'বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?' অর্থাৎ তিনি এই ঘটনা🦩 প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই কথা মনে করেন। তাঁর আইনজীবী জ💃ানান তাঁকে সন্ত্রাসবাদ সমর্থন করার জন্য গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত এই আরব ইজরায়েলি মডেলটি একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন। তাঁর বয়স ৩৭ বছর। মাইসা▨র আগে ইজরায়েඣলি গায়ক দালাল আবু আমনেকে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আটক করা হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী পূর্ব জেরুজালেমে যাঁরা থাকেন সেইও ইজরায়েলি 💃এবং প্যালেস্তাইনীয়দের কলেজ, কাজ ইত্যাদি থেকে বের করে দেওয়া হচ্ছে। এঁদের অপরাধ এঁরা গাজার বাসিন্দাদের সমর্থন করছেন।