ইজরায়েলে অনুষ্ঠিত হওয়া হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী নুসরত ভারুচা। আরꦫ সেখানে গিয়েই চরম বিপদের মধ্যে পড়েন তিনি। প্যালেস্তাইন এবং ইজরায়েলের যুদ্ধে তিনি সেখানে আটকা পড🌠়ে যান। প্রাথমিক ভাবে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে তিনি দেশে ফিরলেন।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে নতুন করে অশান্তি শুরু হয়েছে। শনিবার, ৭ অক🦋্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্তাইন। পাল্টা আঘাত হেনেছে ইজরায়েলও। রবিবার দুই দেশে সব মিলিয়ে ৫০০ জনের বেশি নিহত হয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়েন নুসরত।
৭ অক্টোবর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাঁর টিমের। চিন্তায় পড়ে যায় তাঁর টিম সহ তাঁর পরিবার। তবে রবিবার তাঁর ▨সঙ্গে যোগাযোগ করতে পারেন তাঁরা। এদিনই তিনি দেশে ফিরে আসেন।
মুম্বই ফিরেছেন নুসরত
রবিবার দুপুর দুটো নাগাদ মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন নুসরত। তাঁর মা নিশ্চিত করেছেন যে অভিনেত্রী নিরাপদেই ফিরেছেন। তাঁর কথায়, 'ও নিরাপদ ভাবেꦑ দেশে ফিরে এসেছে। আমরা খুবই আনন্দিত।' এদিন তাঁর টিমের তরফে বলা হয়, 'দূতাবাসের সাহায্যে আমরা নুসরতের সঙ্গে যোগাযোগ করি। সরাসরি কোনও ফ্লাইট পাওয়া যায়নি। কানেকটিং ফ্লাইটে ওকে দেশে পাঠানো হয়েছে। দুপুর ২ টোয় ও মুম্বইয়ে নামেন।' তাঁরা আরও জানান সেই দেশে বেসমেন্টে আট๊কা পড়েন নুসরত। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে তাঁকে। এর বেশি তাঁরা আর কেউ কিছু জানাতে চাননি।
আরও পড়ুন: রহস্যময় 🌸নারীকে জড়িয়ে পোস্ট সলমনের, ল🥀িখলেন, 'সবসময় তোমার সঙ্গে থাকব'
আরও পড়ুন: বাঘা যতীন হাইস্কুলের শিশুদের সঙ্গে নাচ-গানে মগ্ন 🐼দেব-সৃজা, মুক্তি পেল নতুন গান 'জাগো ܫরে বাঘা'
প্রণয় ꦦমেশরাম পরিচালিত আকেলি ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে𒆙। এই থ্রিলার ছবিটি হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। সেই জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। ছবিতে যেভাবে এক সাধারণ ভারতীয় নারী বিপদ থেকে সুস্থ ভাবে বেরিয়ে আসেন, বাস্তবেও যেন নুসরতের সঙ্গে সেই একই জিনিস ঘটল।