আর হাতে গুনে কটাদিন বাকি যেন? এগারো দিন! তাꦗরপরই হলে মুক্তি পাচ্ছে বীর বিপ্লবী বাঘা যতীনের জীবনের না জানা বা পরিচিত ইতিহাস। তার আগে সেই ছবির প্রচারে ব্যস্ত দেব এবং তাঁর টিম। এই ছবির প্রচার এবার খুব অভিনবღ ভাবেই সেরেছেন তিনি। কোনও শপিং কমপ্লেক্স বা বদ্ধ হলে নয়, বরং খোলা রাস্তা, শিশুদের মধ্যে ‘বাঘা যতীন’ ছবির গান মুক্তি দিয়েছেন। দেব যে এই ছবিটি সম্পূর্ণ শিশুদের কথা মাথায় রেখেই বানিয়েছেন সেটা বারবার তাঁর কথায় ধরা পড়েছে।
বাঘা যতীন হাইস্কুলে দেব এবং টিম
কথা ছিল ‘বাঘা বাঘা হে’ গানটি বাঘা যতীন 🍌হাইস্কুলে মুক্তি পাবে। কিন্তু নিম্নচাপের বৃষ্টির জেরে সেটা বাতিল হয়ে যায়। স্বাভাবিক ভাবেই মন খারাপ হয় পড়ুয়াদের। কিন্তু একই সপ্তাহের মধ্যেই সেই স্কুলের ছাত্রদের মুখোমুখি হল টিম ‘বাঘা যতীন’। দেব, সৃজা, সহ অনেকেই উপস্থিত ছিলেন এদিন। ‘বাঘা বাঘা হে’ গানে নাচ করতে দেখা যায় শিশুদের। তাঁদের সঙ্গে এসে যোগ দেন দেব। গান গানও।
আরও পড়ুন: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্𝓡যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
আরও পড়ুন: ‘জওয়ান,পাঠান যেখান থেকে করেছে…💧’, বাঘাযতীনের গানের প্রযুক্তিতে লেগেছে বিশাল টাকা, ফাঁস করলেন দেব
এরপর দেবকে সেখানকার ছাত্রদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তিনি বলেন, 'শিক্ষার কোনও বিকল্প নেই। ডিগ্রি থাকলে সব হবে।' তাঁর কথায় সম্মতি জানায় ছাত্ররা। এরপর তাঁদের প্রিয় সুপারস্টারের জন্য স্লোগান দিতেও দেখা যায়। 'শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবদার চꦫরম ভক্ত', ইত্যাদি।
জাগো রে বাঘা গান লঞ্চ
স্নিগ্ধজিৎ ভৌমিক এবং ইমন চ🐓ক্রবর্তীর গাওয়া ‘জাগো রে বাঘা’ গানটি ৭ অক্টোবর মুক্তি পেল। এখানে গোটা ছবি থেকে বাঘা যতীন রূপী দেবের নানা টুকরো ছবি ফুটে উঠেছে। দেখা গিয়েছে তিনি কীভাবে দেশের জন্য লড়াই করেছিলেন। কীভাবে কাটিয়েছিলেন তাঁর জীবনের শেষ দিনগুলো। গানের কথায় উঠে এসেছে বিপ্লবীর বর্ণনা। নীলায়ন চট্টোপাধ্যায় এই গানটি কম্পোজ করেছেন।
বাঘা যতীন প্রসঙ্গে
আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি ‘বাঘা ꧅যতীন’। নাম ভূমিকায় থাকবেন দেব। তাঁর সঙ্গে সৃজা💮 দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখকে দেখা যাবে। ছবিটির পরিচালনা করেছেন অরুণ রায়।