আজও অনেকের কাছে প্রেম মানে সেই ৯০ এর দশক। লুকিয়ে প্রেম করা, খাতার ভিতর চ্যাপ্টা শুকিয়ে যাওয়া গোলাপ। ময়দান, শেষ পাতায় নামের কাটাকুটি ইত্যাদি। কিন্তু সময় তো এগিয়েছে, এখন সবাই হুকাপ, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, ওনলি ফ্রেন্ডস, ইত্যাদিতে বিশ্বাসী। জীবন জুড়ে অপশনের ছড়াছড়ি। এমন অবস্থায় কেউ যদি আজও ৯০ এর দশকে আটকে পড়ে থাকে তাঁকে দেখ🎃ে যে কেবল অবাক হতে হয় তাই নয়, তাঁর কপালে যে বিস্তর দুঃখ থাকে সেটাও টের পাওয়া যায়। তেমনই এক যুবকের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি আর্চির গ্যালারি।
আর্চি এ⛎ই ২০ এর কোঠার এক যুবক। পেশায় ইঞ্জিনিয়ার। তাঁর জীবনে তাঁর বাবাই বেস্ট ফ্রেন্ജড। প্রেম টু কাজ, সবেতেই তাঁরা পার্টনার ইন ক্রাইম। তাঁদের বাড়িতে এখনও প্রেম বলতে সেই ৯০ এর দশককেই মনে করা হয়। বাবার মতো আর্চিও খানিক তাই। তাই সে প্রেমে থাকতে ভালবাসে, ফ্রেমে নয়। মনের ক্যামেরায় সব বন্দি করে রাখে।
এমন অবস্থায় কিনা আর্চি পড়ল এই যুগের এই মেয়ের প্রেমে। তাঁকেই সব জায়গায় দেখছে সে! এবার? মেয়েটি যে তাঁকে অপমানও করে ফেলল। আর সেই ঝাল বাবার উপর মেটালো আর্চি। এবার? আর্চির বাবা কি পারবেন ওঁদের মধ্যে প্রেমটা ঘটিয়ে দিতে? ৯০ এর দশকের প্রেম কি জিততে পারবে এ๊ই যুগে দাঁড়িয়েও? সেই গল্প নিয়েই আসছে আর্চির গ্যালারি।
২০ জানুয়ারি, সোমবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। মুখ্য ভূমিকায়, অর্থাৎ আর্চির চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। তাঁর বাবার ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত। এছাড়া রূপসা চক্রবর্তী, আয়ুষী তালুকদার, প্রমুখকে এই ছবিতে দে🐻💝খা যাবে। ছবিটির পরিচালনা করেছেন প্রমিতা, চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক।
আগামী ৩ মার্চ🉐 মুক্তি পেতে চলেছে আর্চির গ্যালারি। ৯০ এর দশকের স্মৃতি উস্কে ꦯদিতে এই ছবি এবার দেখা যাবে বড়পর্দায়।