রঙের উৎসবে ভাসছে গোটা দেশ। পিছিয়ে নেই তারকারা। কিন্তু ‘মাটির মানুষ’ অরিজিৎ সিং কেমনভাবে কাটালেন দোল? এই মূহূর্তে প্রশ্নাতীতভাবে দেশের এক নম্বর প্লেব্যাক সিঙ্গার তিনি। হোলি পার্টি অসম্পূর্ণ অরিজিতের হিট সং ছাড়া। তবে বলিউডের ঝাঁ চকচকে পার্টি থেকে শতহস্ত দূরে তিনি। অরিজিৎ সিং-এর কাছে হোলি নয়, দোলই আপন। জিয়াগঞ্জে নিজের প্রিয়জনেদের সঙ্গেই রঙে ভাসলেন তারকা। আরও পড়ুন-খুদে অরিজিৎ সিং! শিলিগুড়ির শুভ💃র গানে মুগ্ধ করণ, প্রীতমের অনুরোধে গাইলেন কেশর🌊িয়া
দোল মানেই নানান রঙে মিশে যাওয়ার দিন। বাহারি আবির গায়ে মেখে প্রিয়জনদের সঙ্গে হুল্লোড়ের দিন। রঙের উৎসব খুব প্রিয় অরিজিৎ সিং-এর। দোলের দিন নিজের প্রিয় স্কুটি চড়ে জিয়াগঞ্জের রাস্তায় দেখা মিলল গায়কের। কচিকাঁচা, পাড়া-প্রতিবেশিদের সঙ্গে দোল খেললেন অবলীলায়। কারণ আজও সোমু (অরিজিতের ডাক নাম) হিসাবেই পাড়া-পড়শির সঙ্গে মিশে থাকেন তিনি, অরিজিৎ𒁏 সিং সেখানে বেমানান!
সোমবার সাদা রঙের কুর🦂্তা-পাজামায় দেখা মিলল অরিজিৎ সিং-🦩এর। জল রঙ, আবির কিছুই বাদ নেই! স্কুটি নিয়ে পাড়ায় বেরোতেই অরিজিৎ-কে ছেঁকে ধরল খুদেরা। কচিকাঁচাদের সঙ্গে দোলের শুভেচ্ছা ভাগ করে নিলেন। দিলেন রঙ লাগানোর অনুমতিও। এক কিশোরি অরিজিতের গালে আবির ঘষে দিলেন। জানালেন দোলর শুভেচ্ছা। আরেকজন চাইলেন সেলফি তোলার অনুমতি, তাতে গররাজি গায়ক। কড়াভাবে জানালেন, ‘না, সেলফি নয়’।
প্রভাতফেরিতে নামসংকীর্তন করেই ছেলেবেলা থেকে দোলের উদযপানে মেতে উঠতেন অরিজিৎ। এরপর চলত, আবির খেলা, পিচকিরিতে গোলা রং ভরে হুল্লোড়। সেই স্মৃতি বছর দুয়েক আগে এক সিঙ্গল ‘ইয়াদে ওয়াহি’-তে ফ্রেমবন্দি করেছি🤪লেন অরিজিৎ, তাঁর মিউজিক লেবেল সেই পুরোনো গানের ঝলক শেয়ার করেౠই হোলির শুভেচ্ছা জানাল এদিন।
ছোট থেকেই রঙের নেশায় ভাসতে ভালোবাসেন অরিজিৎ। মাটির মানুষ অরিজিতের সেই ভালোবাসাই এই গানের রন্ধ্রে রন্ধ্রে। এই ভিডিয়োর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অরিজিতের বেটার হাফ কোয়েল সিং। যদিও ক্যামেরার স♉ামনে দেখা মেলেনি তাঁর। কিন্তু এই মিউজিক ভিডিয়🐬োর প্রোডাকশন ডিজাইন থেকে কাস্টিং এমনকি আর্ট ডিজাইনেরও অংশ থেকেছেন কোয়েল।
নতไুন প্রতিভাদের জায়গা দিতেই অরিজিতের এই মিউজিক লেবেল। তাকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন অরিজিৎ। শেষ আম্বানিদের প্রি-ওয়ꦬেডিং ফাংশনে গাইতে শোনা গিয়েছ অরিজিৎ-কে। সেখানে শ্রেয়ার সঙ্গে তাঁর যুগলবন্দি নজর কেড়েছে সবার।