প্রয়াতা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ক্রিকেট প্রেম কারও অজানা নয়। দেশের ক্রিকেট সম্পর্কিত প্রায় সমস্ত কিছু খোঁজ খবর রাখতেন তিনি। তবে জানেন কি লতা নিজেও একসময় সময় সুযোগ পেলে বাইশ গজেও নেমে পড়তেন? আজ্ঞে হ্যাঁ, আশা ভোঁসলের প্রাক্তন জামাতা হেমন্ত কেঁকড় ফাঁস করলেন এ কথা।ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমন্ত জানালেন যে পলি উমারগড়, ভিনু মানকড়দের আমল থেকে ভারতীয় ক্রিকেট দেখতেন 'লতাজি'। শুধু তিনি নয়, গোটা মঙ্গেশকর পরিবারই নাকি দারুণ আসক্তি ছিল ক্রিকেটের প্রতি। এতটাই যে কোলাপুরের কাছে পানহালা অঞ্চলে তাঁদের বাগানবাড়িতে মাঝেমধ্যেই ক্রিকেট খেলায় মেতে উঠতেন তাঁরা। ব্যাট-বল হাতে নাকি মাঠে নেমে পড়তেন লতা-ও। হেমন্তের কথায়, 'আমি নিজে একটি বহু পুরনো ছবি দেখেছিলাম, যেখানে ভিনু মানকড় ব্যাট করছেন আর তাঁর উদ্দেশে বল হাতে ডেলিভারি করার জন্য ছুটে আসছেন লতা!' বক্তব্যের শেষে তাঁর আরও সংযোজন, 'ক্রিকেটীয় আইন কানুন সমস্ত নখদর্পণে ছিল লতাজির। এছাড়াও ঘুরতে দারুণ পছন্দ করতেন। ফটোগ্রাফির নেশা ছিল। সবসময় নিজের কাছে একটি ক্যামেরা রাখতেন। কী দারুণ ছবি তুলতে পারতেন!'প্রসঙ্গত,প্রাক্তন ভারতীয় বোর্ড প্রেসিন্ডেন্ট রাজ সিং দুঙ্গারপুর-এর সঙ্গেও মধুর সম্পর্ক ছিল সুর-সম্রাজ্ঞীর।