♚ সম্প্রতি বিগ বস অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন প্রাক্তন শার্ক ট্যাঙ্ক বিচারক তথা ভারত পে-এর সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার। কুশল বিনিময়ে করার পরেই হাসিমুখেই অশনীরের পুরনো একটি ঘটনার কথা তুলে ধরেন ভাইজান। কী বললেন ভাইজান?
♔বিগ বসের মঞ্চে অশনীরকে সরাসরি প্রশ্ন করে সলমান বলেন, ‘আপনি একবার আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চেয়েছিলেন আমাকে। কিন্তু পরে বলেছিলেন সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। এমন কথা বলার কারণ কি?' উত্তরে বেশ অস্বস্তিতে পড়ে যান ব্যবসায়ী। কিছুটা সামলে তিনি বলেন, 'আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করা অন্যতম স্মার্ট পদক্ষেপ ছিল আমার।’
🌱এখানেই শেষ নয়। সলমান বলেন, ‘কিন্তু আপনি এখন যেভাবে কথা বলছেন, ভিডিয়োয় যেভাবে কথা বলেছিলেন সেটা কিন্তু একদম অন্যরকম ছিল।’ উত্তরে গ্রোভার বলেন, ‘আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি।’
(আরও পড়ুন: 🌳প্রিয় বন্ধু সৌম্যদীপের গলায় মালা দিলেন সারেগামাপা খ্যাত অদিতি, কেমন ছিল বিয়ের অন্দরের ঝলক?)
ঠিক কী ঘটেছিল?
꧙কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অশনীর বলেছিলেন, ‘২০১৯ সালে সলমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নিয়ে আমরা, যাতে আমাদের প্রতি মানুষের রাতারাতি বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। সলমনের টিম জানিয়েছিলেন ৭.৫ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি, পরবর্তীকালে অবশ্য ৪.৫ কোটি টাকায় রাজি হয়ে যান।’
꧟এখানেই শেষ নয়, গোটা ভিডিয়োয় ভাইজানকে ‘তুই তুকারি’ করতে শোনা যায় অশনীরকে। অশনির বলেছিলেন, ‘সংস্থার ব্যাপারে একটি কথা বলার জন্য আমি গিয়েছিলাম কিন্তু তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আমাকে। পরে ওঁর ম্যানেজার বলেন, ছবি তোলা যাবে না। তখন আমি বলেছিলাম, এমন কী অভিনেতা যার সঙ্গে ছবি তোলা যাবে না? ’এই কথায় শুরু হয় বিতর্ক।
✱বিগ বসের মঞ্চে ভাইজানের সঙ্গে আলাপচারিতা করার পর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি নতুন পোস্ট করেন অশনীর। তিনি বলেন, ‘আশা করি আপনি বিগ বস উইকেন্ড- এর এপিসোড উপভোগ করেছেন। আমরা বেশ ভালো মজা করেছি। আমি নিশ্চিত এই পর্বটি দুর্দান্ত টিআরপি পাবে।’
BTW নিজের সমস্ত বিবৃতি সত্য
১) সলমান একজন দুর্দান্ত হোস্ট এবং অভিনেতা
২) সালমান জানেন বিগ বসে কী কাজ হয়
ܫ৩) আমি সব সময় সালমানকে তাঁর অভিনয় এবং ব্যবসার জন্য প্রশংসা করেছি। ওঁকে অবমাননাকর কোনও কথা কখনও বলিনি আমি।
🅘৪) আমার ডিল নম্বর সব সময় সঠিক (ব্যাংক/অডিটর যাচাই করা হয়েছে)
𒈔৫) ২০১৯ সালের মে মাসে জেডব্লু মারিয়েট যুহুতে তিন ঘন্টার জন্য ব্র্যান্ড কোলাবে একটি এক্সকিউজ মিটিং এর সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল।(আমাকে মনে নাও থাকতে পারে কারণ আমি তখন পাবলিক ফিগার ছিলাম না)।
𓄧৬) বিগ বসে অতিথি হিসেবে আমার আমন্ত্রণটি নামহীন ছিল না, ঠিক একই রকম চেকের মতো)
🧔৭) আমি তাঁর সঙ্গে একটি ছবি তুলেছি, যা আমি আগে করিনি। ( ধন্যবাদ)