সোশ্যাল মিডিয়ায় যা খুশি পোস্ট করা যায়। লাগাম কে পরাবে? বড়জোর রক্ত, দ𓃲ুর্ঘটনার ছবি, বা মৃতদেহের ছবি হলে ব্লার করে সতর্কীকরণ বার্তা দেওয়া হয়। তারপর...? আর এটার কারণেই নাকি সমাজ মাধ্যমে বাড়ছে অশ্লীল পোস্ট, কন্টেন্টের সংখ্যা। তাই এবার সেখানেও রাশ টা💦নার বার্তা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
আরও পড়ুন: সিঁড়ি জুড়ে বলিউড তারকাদের হাট বসেছে! অক্ষয়, অভিষেক, রীতেশ সহ কারা থা🌠কছেন হাউজফুল ৫-এ?
সোশ্যাল মিডিয়া নিয়ে কী বললেন অশ্বিনী বৈষ্ণব?
এদিন সংসদে কেন্দ্রের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ার অশ্লীল কন্টেন্টে রাশ টানার প্রসঙ্গ তোলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'যে দেশগুলো থেকে এই সো🌠শ্যাল মিডিয়ার জন্ম সেই দেশগুলোর থেকে আমাদের দেশের সংস্কৃতি অনেক আলাদা। তাই আমি সংসদের স্ট্যান্ডিং কমিটিকে অনুরোধ করব এই বিষয়টায় নজর দেওয়ার জন্য। এবং এটা আটকাতে যথাযথ কড়া আইন আনা হয় যেন।'
তাঁর মতে সোশ্যাল মিডিয়ার এই অশ্লীলতার জন্যই নাকি ভারতের ঐতিহ্য, সংস্কৃতি নষ্ট হচ্ছে। তিনি এদিন আরও বলেন, 'আজকাল সোশ্যাল ক𒀰াদীয়া একটা বড় ম꧅াধ্যম যেখানে স্বাধীন ভাবে মনের কথা লেখা যায়। আবার অন্যদিকে কোনও চেকিং থাকে না বলে অনেকেই আবার অশ্লীল কন্টেন্ট পোস্ট করেন। তাই বর্তমানে এমন আইন আছে সেটাকে আরও কড়া করতে হবে। আর আমার মতে মানুষের মধ্যে এটা নিয়ে সচেতনতা ছড়ানো এবং বাড়ানো উচিত।'
আরও পড়ুন: সাইবার জালিয়াতির শ✱িকার রাহুল! মোটা অঙ্কের অর্থ খুইয়ে লিখলেন, 'কোনও OTP দিইনি তাও...'
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন-সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থা♛কেন উজ্জয়িনী🃏! প্রতিবাদে সরব লগ্নজিতা
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কী দেখে, কীসের মাপকাঠিতে ঠিক করবেন কোনটা অশ্লীল আর কোনটা নয়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সবার আগে রিলসগুলো 𒁏বন্ধ করার ব্যবস্থা করুন তো দেখলেই 💃মাথা গরম হয়ে যায়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব জরুরি পদক্ষেপ। প্লিজ এই আইন নিয়ে আসুন। আজকাল আর ফেসবুক ইনস্টাগ্রাম দেখা যায় না।' চতুর্থ ব্যক্তি লেখেন, ' অশ্লীলতার নামে আবার একটা আইন আনার ফন্দি। এভাবে ব্রডকাস্টিং বিল ২.০ আনতে চাইছেন তাই তো?'