সাইক্লোন 'দানা'র জেরে বৃহস্পতিবার থেকেই বিপর্যস্ত জনজীবন। বাতিল হয়েছে ট্রেন, বিমান পরিষেবা। এদিকে𒁃 এই পরিস্থিতিতে দুবাইতে ছিলেন বাবুল সুপ্রিয়। বিমান পরিষেবা বাতিল হওয়ায় সেখানেই আটকে পড়েছেন বাবুল। আর এই পরিস্থিতিতে তাঁর ভরসা শ্রী রামকষ্ণ আর শাহরুখ খানের জীবন-দর্শন।
এবিষয়ে বাবুল সুপ্রিয় জানান, দানার জন্য কলকাতাগামী সমস্ত বিমান দেরিতে চলছে। প্রায় ৮-১০ ঘণ্টা লেট। তবে এই পরিস্থ𒈔িতিতে দুবাই বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিরক্ত হননি তিনি। কারণ এই সময়টাকে তিনি উপভোগ করছেন, অন্যভাবে কাজে লাগাচ্ছে বলেও জানান তিনি।
বাবুলের কথা♈য়, সফল হতে গেলে সুখের ঘুম-খাওয়া-বিলাসিতা বিসর্জন দিতে হয়। আর এক্ষেত্রে তিনি শাহরুখ খানের আদর্শকেই অনুকরণ করার কথা বলেন। তাঁর কথায়, স্বপ্ন যাঁদের ঘুমতে দেয় না, জাগিয়ে রাখে, যাঁরা সর্বক্ষণ একটা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকেন, সেই মানুষেরাই শেষ পর্যন্ত সাফল্যের হাসি হাসেন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন-'ফিরছে শৈশব…'! নস্টালজিয়া উসকে ৬ বছর পর টেলিপর্দায় আবারও ෴🃏ফিরছে সিআইডি, ফিরছেন ACP প্রদ্যুম্ন ও তাঁর টিম
তবে শুধু শাহরুখ নন, সফলতার পাঠ দিতে শ্রী রামকৃষ্ণের কথাও টেনে আনেন বাবুল। রামকৃষ্ণদেব কীভাবে মা কালীর দর্শন পেয়েছিলেন, সেকথাই টেনে আনেন বাবুল। তাঁর কথায়, ‘ইশ্বর দর্শন তো সহজ বিষয় নয়, মনের তীব্র ব্যাকুলতা থেকেই দেবীর দর্শন পেয়েছিলেন তিনি।’ সেসময় রামকৃষ্ণ দেবের কাছে বহু প্রথ🅺িতযশা মানুষ আসতেন। অনেকেই ওঁর কথা বিশ্বাস করতেন। তবে আবার অনেকেই প্রশ্ন তুলেছিলেন আপনি কীভাবে ইশ্বরের দর্শন পেলেন, আমরা তো পাইনা।♎ আপনি আমাদেরকেও মাকালীর সঙ্গে দেখা করান, তবেই বিশ্বাস করব। এই প্রসঙ্গ ধরেই বাবুল তাঁর শোনা, এক অতিপরিচিত গল্প বলেন। সেই গল্প হয়ত অনেকেই শুনে থাকবেন।
বাবুল বলেন, কালীর দর্শন করানোর নামে নিমতলা ঘাটে গিয়ে দু🥀জনকে কীভাবে চুলের মুঠি ধরে বহুক্ষণ ডুবিয়ে রেখেছিলেন রামকৃষ্ণদেব। পরে তাঁদের তুলে বলেন, জলে ডুবে থাকার সময় তোমরা যেভাবে বাঁচার জন্য ব্যাকুল হচ্ছিলে, ইশ্বরের জন্য তেমন ব্যাকুলতা থাকলে তবেই দর্শন পাওয়া যায়।